কুষ্টিয়া জেলা আ.লীগে পদ পেলেন যারা

সম্মেলনের এক বছর পর কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেয়া হয়েছে। আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের রোববার (৩ জানুয়ারি) এ কমিটির অনুমোদন দেন। ওবায়দুল কাদের স্বাক্ষরিত পূর্ণাঙ্গ কমিটির তালিকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে পাঠানো হয়েছে।
কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দীন খান বিষয়টি নিশ্চিত করেছেন।
দলীয় সূত্রে জানা যায়, দীর্ঘ এক বছর পর রোববার রাতে ৭৫ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। এর মধ্যে চারজন নারীও পদ পেয়েছেন।
কমিটির ১১ জন সহ-সভাপতি হলেন- আলহাজ মো. রবিউল ইসলাম, মো. জাহিদ হোসেন জাফর, মিসেস লায়লা আরজুমান বানু, শেখ গিয়াস উদ্দিন আহমেদ মিন্টু, চৌধুরী মোরশেদ আলম মধু, মো. হাবিবুল্লাহ, বেগম নুরজাহান মিনা, মতিয়ার রহমান মজনু, ডা. আমিনুল রহমান রতন, নাসির উদ্দীন আহমেদ ও অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী।
তিনজন যুগ্ম-সাধারণ সম্পাদক হলেন- স্বপন কুমার ঘোষ, প্রকৌশলী ফারুকুজ্জামান, শেখ হাসান মেহেদী।
আইন বিষয় সম্পাদক অ্যাডভোকেট হারুন অর রশিদ, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক লিয়াকত আলী, তথ্য ও গবেষণা সম্পাদক রাশেদুল ইসলাম বিপ্লব, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মতিয়ার রহমান মতি, দফতর সম্পাদক আলহাজ তরিকুল ইসলাম মানিক, ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ সেলিনুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক রুহুল আজম, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মীর শওকত আলী বকুল, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মমিনুর রহমান মমিজ, মহিলা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শীলা বসু, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মানিক কুমার ঘোষ, যুব ও ক্রীড়া সম্পাদক খন্দকার ইকবাল মাহমুদ, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নাসরিন সুলতানা সুইটি, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আফাজ উদ্দিন আহমেদ জিন্নাহ, শ্রম সম্পাদক গোলাম মোস্তফা, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. আমিরুল ইসলাম, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. একেএম মুনির।
তিনজন সাংগঠনিক সম্পাদক হলেন- আমজাদ হোসেন রাজু, অ্যাডভোকেট হাসানুল আসকর হাসু ও মাজহারুল ইসলাম সুমন। উপ-দফতর সম্পাদক মো. সাহাজ্জুল হোসেন, উপ-প্রচার সম্পাদক ডা. লতিফ দিঘা, কোষাধ্যক্ষ অজয় সুরেখা।
এছাড়াও কমিটির ৩৬ জন সদস্য হলেন- মো. আনোয়ার আলী, মো. আফাজ উদ্দিন আহমেদ, অ্যাডভোকেট আ স ম আখতারুজ্জামান মাসুম, আলহাজ আমিরুল ইসলাম, মো. তাইজাল আলী খান, মিসেস সুলতানা তরুণ, আব্দুর রউফ, অ্যাডভোকেট সরোয়ার জাহান বাদশা, সেলিম আলতাব জর্জ, বেগম রাশিদা লাইট, আব্দুল মান্নান খান, রেজাউল হক চৌধুরী, রফিকুল আলম চুন্নু, অ্যাডভোকেট শরিফ উদ্দিন রিমন, শামসুজ্জামান অরুণ, মো. রবিউল ইসলাম রবি, আলহাজ আক্তারুজ্জামান মিঠু, আলহাজ অ্যাডভোকেট আবদুল হালিম, শফিউর রহমান মন্টু, কামারুল আরেফীন, আখতারুজ্জামান বিশ্বাস, আনোয়ারুজ্জামান মজনু, আতাউর রহমান আতা, বাবুল আক্তার, প্রভাষক তরিকুল ইসলাম, অ্যাডভোকেট জিয়াদুল ইসলাম, আরিফুল ইসলাম তসর, আলহাজ শামিমুল ইসলাম ছানা, অধ্যক্ষ আব্দুর রাজ্জাক রাজা, রহিম উদ্দিন খান, আব্দুর রউফ পদ্মা, হাবিবুর রহমান পুলক, সুফি ফারুক ইবনে আবু বক্কর, আবু হেনা মোস্তফা কামাল মুকুল, নাসির উদ্দিন মৃধা ও রেজাউল হক।
উল্লেখ্য, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ২০১৯ সালের ৭ ডিসেম্বর ত্রিবার্ষিক সম্মেলনে সদর উদ্দীন খানকে সভাপতি ও আজগর আলীকে সাধারণ সম্পাদক করে পাঁচ সদস্যের কমিটি ঘোষণা করেন। তখন দ্রুত পূর্ণাঙ্গ কমিটি করার নির্দেশনা দেয়া হয়েছিল। কিন্তু করোনার কারণে তা সম্ভব হয়নি।
আরএআর