ঢেঁড়স তুলতে গিয়ে প্রাণ গেল গৃহবধূর

নাটোরের বড়াইগ্রামে ট্রাকচাপায় নুরজাহান বেগম নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। মঙ্গলবার (১৮ মে) সকালে উপজেলার নাটোর-পাবনা মহাসড়কের গড়মাটি এলাকার কুন্ডু ইটভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নুরজাহান একই এলাকার মিলন হোসেনের স্ত্রী।
বনপাড়া হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শফিকুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, সকালে নুরজাহান বেগম ঢেঁড়স তোলার জন্য খেতে যাচ্ছিলেন। পথে কুন্ডু ইটভাটার সামনে এলে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এ সময় ট্রাকের নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। ট্রাকচালক ও তার সহকারী পলাতক রয়েছে। তাদের আটকের চেষ্টা চলছে।
তাপস কুমার/এসপি