হ্যাঁ মেরেছি, তবে আমি কোনো অপরাধ করিনি

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় যৌতুকের জন্য সোনিয়া (২০) নামের এক গৃহবধূকে লাঠি দিয়ে বেধড়ক পেটানোর অভিযোগ পাওয়া গেছে। মারধরের সময় সোনিয়ার কোলে থাকা এক মাস বয়সী কন্যাশিশুটিও আহত হয়।
সোমবার (১৭ মে) সন্ধ্যায় হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে রিলিজ নিয়ে সোনিয়া বাদী হয়ে হাতীবান্ধা থানায় একটি লিখিত অভিযোগ দেন। এর আগে শনিবার (১৫ মে) সন্ধ্যায় উপজেলার কেতকী বাড়ী এলাকায় এ ঘটনাটি ঘটে।
গৃহবধূকে মারধরের ঘটনায় অভিযুক্ত ব্যক্তিরা হলেন উপজেলার কেতকী বাড়ী এলাকার আনছার আলীর ছেলে ও সোনিয়ার স্বামী মনিরুজ্জামান (২৫), মনিরুজ্জামানের বাবা আনছার আলী (৫০) ও মা ময়না বেগম (৪৫)।
আহত গৃহবধূ সোনিয়া উপজেলার মধ্যম কাদমা এলাকার আমিনুর রহমানের মেয়ে।
এ বিষয়ে ভুক্তভোগী ওই গৃহবধূ সোনিয়ার সঙ্গে কথা হলে তিনি ঢাকা পোস্টকে বলেন, প্রায় দেড় বছর আগে মনিরুজ্জামানের সঙ্গে আমার বিয়ে হয়। বিয়েতে তখন চার লাখ টাকা দাবি করলেও নগদ এক লাখ টাকা ও ১২৫ সিসির একটি ডিসকভার মোটরসাইকেল দেওয়া হয়। এর কিছুদিন পর আমার বাবার কাছে মনিরুজ্জামান ফের টাকা দাবি করেন। আমার গরিব বাবা টাকা না দেওয়ায় নির্যাতনের এই খড়গ বলেই কান্না করতে শুরু করেন তিনি।
এ বিষয়ে জানতে মনিরুজ্জামানের সঙ্গে কথা হলে তিনি বলেন, ‘হ্যাঁ, একটু মেরেছি। তবে আমি কোনো অপরাধ করিনি। এখন ব্যস্ত আছি’ বলেই তিনি ফোন কেটে দেন।
এ বিষয়ে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ও উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডা. মহসিন আলম ঢাকা পোস্টকে বলেন, ওই গৃহবধূকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। চিকিৎসা শেষে তিনি বাড়িতে চলে গেছেন।
তিনি বলেন, ওই গৃহবধূর বড় কোনো সমস্যা হয়নি। তবে পায়ে ও শরীরের কিছু অংশে কালচে দাগ রয়েছে। ওষুধ খেলে ঠিক হয়ে যাবে।
এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম ঢাকা পোস্টকে বলেন, অভিযোগ পেয়েছি। এ ঘটনায় তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
নিয়াজ আহমেদ সিপন/এনএ