যমুনার চোরাবালিতে ডুবে তিন বোনের মৃত্যু

গাইবান্ধার সাঘাটায় যমুনা নদীর চোরাবালিতে ডুবে তিন বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৮ মে) বিকেল ৩টার দিকে উপজেলার চিনিরপটল এলাকায় যমুনা নদীর তীরে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- পৃথী আক্তার (২৬) ঋতু আক্তার (২৪) অনামিকা (১৮)। এদের মধ্যে প্রীতি আক্তার ও ঋতু আক্তার আপন দুই বোন। অনামিকা আক্তার তাদের মামাতো বোন। এদের তিনজনের বাড়ি রংপুর জেলা শহরের বাবুপাড়া এলাকায়।
স্থানীয়রা জানান, রংপুর থেকে বড় ভাই পার্থ মিয়ার বাড়ি সাঘাটায় বেড়াতে আসেন পৃথী, ঋতু ও অনামিকা। সকালে তিন বোন এক সঙ্গে সাঘাটার চিনিরপটল এলাকার যমুনা নদীর বালু চরে ঘুরতে যান। ফেরার পথে ছোট বোন অনামিকা পানিতে পড়ে গেলে তার পা চোরাবালিতে আটকে যায়। তাকে উদ্ধার করতে গেলে তিন বোনই চোরাবালিতে ডুবে যান। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসের সহায়তায় তিনজনকে উদ্ধার করে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত তাদের মৃত ঘোষণা করেন।
সাঘাটা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল হোসেন ঢাকা পোস্টকে বলেন, ঘটনাটি খুবই মর্মান্তিক। নিহতদের মরদেহ হাসপাতাল থেকে মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।
রিপন/আরএআর