সাংবাদিক রোজিনার মুক্তির দাবিতে বরিশালে বিক্ষোভ

প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে সচিবালয়ের স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঁচ ঘণ্টা আটকে রেখে হেনস্তা ও মামলার প্রতিবাদে বরিশালে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন সাংবাদিকরা।
বরিশাল রিপোর্টার্স ইউনিটির আয়োজনে মঙ্গলবার (১৮ মে) দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর অশ্বীনি কুমার হলের সামনে মানবন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধন শেষে অশ্বীনি কুমার হল চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বরিশাল রিপোর্টার্স ইউনিটি প্রাঙ্গণে গিয়ে শেষ হয়
বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি নজরুল বিশ্বাসের সভাপত্বিতে ও সাবেক সাধারণ সম্পাদক বাপ্পী মজুমদারের সঞ্চালনায় মানবন্ধনে বক্তব্য দেন প্রথম আলোর বরিশালের নিজস্ব প্রতিবেদক এম জসীম উদ্দীন, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি ও দ্য ডেইলি স্টারের বরিশাল প্রতিনিধি সুশান্ত ঘোষ, সাধারণ সম্পাদক মিথুন সাহা প্রমুখ।
বক্তরা বলেন, রোজিনা ইসলামের বিরুদ্ধে দায়ের করা মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। রোজিনাকে হেনস্তা করার পেছনে দায়ী ব্যক্তিদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। অন্যথায় বৃহত্তর আন্দোলন শুরু হবে।
মানববন্ধনে বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি ও আরটিভির বরিশাল ব্যুরো প্রধান আলী খান জসিম, ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের বরিশাল ব্যুরো প্রধান মুরাদ আহমেদ, বরিশাল সাংবাদিক ইউনিয়নের সভাপতি স্বপন খন্দকার, কবি হেনরী স্বপন, একাত্তর টেলিভিশনের বরিশাল ব্যুরো প্রধান বিধান সরকার, সময় টেলিভিশনের বিশেষ প্রতিনিধি ফিরদাউস সোহাগ, ডিবিসি নিউজের অপূর্ব অপুসহ বরিশালে কর্মরত প্রায় শতাধিক গণমাধ্যাম কর্মী উপস্থিত ছিলেন।
সৈয়দ মেহেদী হাসান/আরএআর