ভারতফেরত শিশুর করোনা শনাক্ত

যশোরের বেনাপোলে আবাসিক হোটেলের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকা ভারতফেরত ১০ বছরের এক শিশু করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। বুধবার (১৯ মে) রাতে শিশুটিকে যশোর জেনারেল হাসপাতালের করোনা ডেডিকেটেড ইউনিটে ভর্তি করা হয়েছে।
শার্শা উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (এউএনও) মীর আলিফ রেজা ঢাকা পোস্টকে জানান, শিশুটি তার মা ও মামার সঙ্গে ৫ মে চিকিৎসা শেষে ভারত থেকে ফিরে বেনাপোলের আবাসিক হোটেল নিশানে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে ছিলেন। কোয়ারেন্টাইন শেষে তাদের তিনজনের শরীরের নমুনা পরীক্ষা করা হয়। এ সময় মা ও মামার করোনা নেগেটিভ হলেও শিশুটি পজিটিভ হয়।
শিশুটিকে বুধবার রাতেই যশোর করোনা ডেডিকেটেড ইউনিটে ভর্তি করা হয়েছে বলে জানান ইউএনও।
শিশুটির করোনার ধরন ভারতীয় ভেরিয়্যান্ট কি না, এ ব্যাপারে জানতে চাইলে ইউএনও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটির ধরন ভারতীয় ভেরিয়েন্ট হতে পারে।
শার্শা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইউসুফ আলী জানান, ওই শিশু ব্লাড ক্যানসারে আক্রান্ত ছিল। তার চিকিৎসার বিষয়েও কর্তৃপক্ষ খেয়াল রাখছে।
যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন ওই শিশুর হাসপাতালে ভর্তির বিষয়টি নিশ্চিত করে বলেন, এই প্রথম ভারতফেরত কোনো শিশুর শরীরে করোনা শনাক্ত হলো।
উল্লেখ্য, প্রতিবেশী দেশ ভারতে প্রতিদিন করোনায় আক্রান্ত হচ্ছে চার লাখের ঊর্ধ্বে। প্রতিদিন আক্রান্তদের মধ্যে প্রাণহানি ৪ হাজার ছাড়িয়েছে। এ অবস্থার মধ্যে সরকারের ভ্রমণ নিষেধাজ্ঞা থাকলেও প্রতিদিন ভারতে অবস্থিত বাংলাদেশি দূতাবাসের বিশেষ ছাড়পত্র নিয়ে ভারত থেকে ফিরছেন বাংলাদেশিরা এবং বাংলাদেশে অবস্থানরত ভারতীয়রাও ফিরছেন নিজ দেশে।
আতাউর রহমান/এনএ