কিশোরগঞ্জে ট্রেনের ধাক্কায় বৃদ্ধ নিহত
কিশোরগঞ্জে সদর উপজেলায় ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। নিহত ওই বৃদ্ধের নাম আলী আকবর ভূইয়া (৬৫)। কিশোরগঞ্জের উদ্দেশে ছেড়ে যাওয়া নাসিরাবাদ এক্সপ্রেস লোকাল ট্রেনের ধাক্কায় তিনি নিহত হন।
শুক্রবার (২৯ নভেম্বর) জেলার সদর উপজেলার মহিনন্দ ইউনিয়নের ফকির বাড়ি রেলক্রসিং মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আলী আকবর ভূইয়া জেলার তাড়াইল উপজেলায় তালজাঙ্গা ইউনিয়নের লাখপুর গ্রামের বাসিন্দা। কিশোরগঞ্জ রেলওয়ে থানার এসআই হারুন অর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতের ছেলে তানভীর ভূইয়া বলেন, বিকেলের দিকে খবর পাই কিশোরগঞ্জ স্টেশন থেকে একটু দূরে মহিনন্দ এলাকায় ট্রেনের সাথে ধাক্কা লেগে আমার আব্বা মারা গেছেন। পরে দ্রুত আমাদের পরিবার ঘটনাস্থলে হাজির হয়। আমার আব্বা দীর্ঘদিন যাবৎ মানসিক রোগী ছিলেন। বার বার বলেও চিকিৎসা করানোর জন্য নিয়ে যেতে পারিনি তাকে। চিকিৎসা করানোর কথা বোয় তিনি বাড়ি বের হয়ে যান।
স্থানীয় বাসিন্দা সাইফুল ইসলাম জানান, নিহত ওই ব্যক্তি রেললাইন দিয়ে হেঁটে যাচ্ছিলেন। ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জের উদ্দেশে ছেড়ে যাওয়া নাসিরাবাদ এক্সপ্রেস লোকাল ট্রেনটি ফকির বাড়ির রেলক্রসিংয়ের কাছে পৌঁছলে তাকে পেছন থেকে ধাক্কা দেয় এবং এতে তিনি ছিটকে পড়ে যান। পরে ঘটনাস্থলেই মারা যান তিনি।
স্থানীয়রা জানায়, দুর্ঘটনার আগে ট্রেনটি বেশ কয়েকবার হর্ন দিয়েছিল। দুর্ঘটনার পরপরই আশপাশের লোকজন ছুটে গিয়ে তাকে মৃত অবস্থায় পায়। পরে স্থানীয়রা পুলিশে খবর দেয়। ওই জায়গায় পূর্বেও এমন অসংখ্য দুর্ঘটনা ঘটেছে।
আরও পড়ুন
কিশোরগঞ্জ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন মিয়া বলেন, ঘটনার পরপরই স্থানীয় লোকজন আমাদের ফোন দিয়ে জানায়। আমরা মরদেহ উদ্ধার করে নিয়ে আসি। প্রথমে নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা না গেলেও খবর ছড়িয়ে পড়ার পর নিহত আলী আকবর ভূইয়ার পরিবারের লোকজন এসে লাশ শনাক্ত করে। উনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। নিহতের পরিবারের কোনও অভিযোগ না থাকায় আমরা মরদেহ তাদের কাছে হস্তান্তর করেছি।
এনামুল হক হৃদয়/টিএম