পিরোজপুরে ১২০ টাকায় পুলিশে চাকরি পেলেন ৩২ তরুণ-তরুণী
কোনো প্রকার হয়রানি, সুপারিশ এবং ঘুষ ছাড়া পিরোজপুরে মাত্র ১২০ টাকায় ৩২ জন তরুণ-তরুণী পুলিশ কনস্টেবল পদে চাকরি পেয়েছেন।
গতকাল রাতে পিরোজপুর পুলিশ লাইন্স ড্রিল শেডে পুলিশ সুপার ও টিআরসি নিয়োগ বোর্ডের সভাপতি খান মুহাম্মদ আবু নাসের পুলিশ কনস্টেবল রিক্রুটমেন্ট-২০২৪ এর ফলাফল প্রকাশ করেন। এতে চূড়ান্তভাবে ৩২ জনের নাম ঘোষণা করা হয়। এর মধ্যে ৩ জন নারী, ১ জন মুক্তিযোদ্ধার সন্তান রয়েছেন।
অনুষ্ঠানে উত্তীর্ণ পরীক্ষার্থীদের ফুল দিয়ে ও মিষ্টিমুখ করান নিয়োগ কমিটির সদস্যরা।
ফলাফলে নিজেদের নাম শুনে আবেগ আপ্লুত হয়ে পড়েন পুলিশ কনস্টেবল ও তাদের অভিভাবকরা। এমন স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ায় ১২০ টাকায় চাকরি পেয়ে কান্নায় একে অপরকে জড়িয়ে ধরেন।
পিরোজপুর পৌর শহরের শেখপাড়া এলাকার শেখ হিশাম বলেন, চাকরির আশায় প্রথমে অনলাইনে আবেদন করেছি। এরপর মাঠে এসে সব পরীক্ষায় অংশ নিয়েছি। শারীরিক, লিখিত, মৌখিক সবগুলো পরীক্ষায় ভালোভাবে উত্তীর্ণ হয়েছি, চাকরি হয়ে গেছে। কারও সঙ্গে কোনো যোগাযোগ করিনি। আমার কাছে এ চাকরিটা এখন স্বপ্নের মতো লাগছে।
মো. হাফিজ আহমদ নামে এক অভিভাবক বলেন, মাত্র ১২০ টাকায় আবেদন করে আমার ছেলের চাকরি হয়েছে। কোনো প্রকার ঘুষ-সুপারিশ কিছুই লাগেনি। আমরা খুব খুশি হয়েছি।
আরও পড়ুন
পুলিশ সুপার খান মুহাম্মদ আবু নাসের বলেন, নিয়োগপ্রাপ্তরা শতভাগ স্বচ্ছতা, দুর্নীতিমুক্ত ও ঘুষমুক্ত পরিবেশে উত্তীর্ণ হয়েছেন। সব মিলিয়ে এ নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছতার সঙ্গে মেধা ও যোগ্যতার ভিত্তিতে হয়েছে। এখানে কোনো প্রকার অবৈধ লেনদেন বা স্বজনপ্রীতি হয়নি।
শাফিউল মিল্লাত/এনএফ