‘অসচ্ছল প্রবীণ সাংবাদিকদের মাসিক ভাতার আওতায় আনার কাজ চলছে’
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের সাবেক সভাপতি ও বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আব্দুল্লাহ বলেছেন, সাংবাদিকদের কল্যাণে বর্তমান সরকার বিশেষত তথ্য উপদেষ্টা মো. নাহিদ ইসলাম নানামুখী পদক্ষেপ নিয়েছেন। সাংবাদিক কল্যাণ ট্রাস্ট ইতোমধ্যে বহুমুখী কল্যাণ ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে নতুন নতুন কর্মপরিকল্পনা নিয়ে অগ্রসর হচ্ছে। সাংবাদিকদের সন্তানদের শিক্ষাবৃত্তি দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। অসচ্ছল প্রবীণ সাংবাদিকদের মাসিক ভাতার আওতায় আনার কাজ চলছে। এ বিষয়ে নীতিমালা প্রণয়নের উদ্যোগ নিয়েছে ট্রাস্ট। পেশাদার সাংবাদিকদের একটি ডাটা ব্যাংক গড়ে তোলার কথা ভাবা হচ্ছে। এতে নতুন নতুন কল্যাণ পরিকল্পনা বাস্তবায়ন সহজ হবে।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) রাতে খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সদস্যদের সঙ্গে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মুহাম্মদ আব্দুল্লাহ বলেন, সাংবাদিকদের আর্থিক সুরক্ষা ও সার্বিক কল্যাণে বহুমুখী পদক্ষেপ নিচ্ছে কল্যাণ ট্রাস্ট। বিপন্ন অসহায় সাংবাদিক ও তাদের পরিবারের পাশে থাকবে ট্রাস্ট। স্বচ্ছতা ও নিরপেক্ষতার প্রশ্নে কোনো আপস করা হবে না। ট্রাস্টের সহায়তা প্রকৃতভাবে যারা প্রাপ্য তারাই পাবেন।
আরও পড়ুন
ইউনিয়নের সভাপতি মো. আনিসুজ্জামানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আবুল হাসান হিমালয়ের পরিচালনায় বক্তব্য দেন বিএফইউজের সহকারী মহাসচিব ও এমইউজে খুলনার সহ-সভাপতি এহতেশামুল হক শাওন, বিএফইউজের সাবেক সহ-সভাপতি মো. রাশিদুল ইসলাম, কোষাধ্যক্ষ আব্দুর রাজ্জাক রানা, সাবেক সহ-সভাপতি আব্দুল খালেক আজীজী, সাবেক সহ-সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন খুলনা জেলা শাখার সভাপতি এম এ হাসান, সাবেক নির্বাহী সদস্য খলিলুর রহমান সুমন, খুলনা প্রেসক্লাবের অন্তর্বর্তীকালীন কমিটির সদস্য মিজানুর রহমান মিলটন, আহমদ মুসা রঞ্জু ও আশরাফুল ইসলাম নূর, সিনিয়র সদস্য এরশাদ আলী, কে এম জিয়াউস সাদাত।
এসময় উপস্থিত ছিলেন সিনিয়র সদস্য আতিয়ার পারভেজ, জাকিরুল ইসলাম, মাকসুদ আলী, আতাহার হোসেন জোয়ারদার, নাজমুল হক পাপ্পু, মাশরুর মুর্শেদ, সেলিম গাজী, সাংবাদিক ইউনিয়ন যশোরের কোষাধ্যক্ষ মশিউর রহমান প্রমুখ। পরে প্রধান অতিথির হাতে ক্রেস্ট ও ফুল দিয়ে শুভেচ্ছা জানান নেতারা।
এর আগে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মুহাম্মদ আব্দুল্লাহ খুলনা প্রেসক্লাব পরিদর্শন করেন। এসময় তাকে খুলনা প্রেসক্লাবের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ক্লাবের আহ্বায়ক এনামুল হক, নির্বাহী সদস্য মিজানুর রহমান মিলটন, কৌশিক দে, আহমদ মুসা রঞ্জুসহ ক্লাবের অন্য নেতারা।
প্রেসক্লাবের ভিআইপি কক্ষে শুভেচ্ছা বিনিময়কালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের সদস্য মো. আনিসুজ্জামান, আবুল হাসান হিমালয়, মো. এরশাদ আলী, মো. রাশিদুল ইসলাম, এম এ হাসান, মোহাম্মদ মিলন, এহতেশামুল হক শাওন, আব্দুর রাজ্জাক রানা, খলিলুর রহমান সুমন, কে এম জিয়াউস সাদাত, আতিয়ার পারভেজ, নাজমুল হক পাপ্পু, বশির হোসেন, কামরুল হোসেন মনি প্রমুখ।
মোহাম্মদ মিলন/এসএসএইচ