পাবনায় একরাতে দুইজনকে হত্যা, যুবকের আত্মহত্যা

পাবনার বেড়া উপজেলার আমিনপুর এলাকায় মন্টু শেখ (৫৫) নামে এক ভ্যানচালককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এছাড়াও সিগারেট কেনাকে কেন্দ্র করে স্বদেশ চন্দ্র সাহা (৫০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। অন্যদিকে রানা আহমেদ (২৫) নামে এক যুবক গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।
বৃহস্পতিবার (২০ মে) রাতে ও শুক্রবার (২১ মে) ভোরে এসব ঘটনা ঘটে। পুলিশ মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
আমিনপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রওশন আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (সুজানগর-আমিনপুর সার্কেল) মো. ফরহাদ হোসেন বলেন, বৃহস্পতিবার রাত ১০টার দিকে আমিনপুর থানার জাতসাখিনী ইউনিয়নের টাংবাড়ি মধ্যপাড়া গ্রামের মৃত সোহরাব শেখের ছেলে ভ্যানচালক মন্টু শেখ ভ্যান নিয়ে মাষ্টিয়ায় গ্রামের ইচের বিলের পাশ দিয়ে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে ছিনতাইকারীরা তার পথরোধ করে গাড়ি ছিনতাইকালে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে মরদেহ বিলের পাশে ফেলে রেখে পালিয়ে যায়। এ ঘটনায় মন্টু শেখের ছেলে আশরাফুল শেখ বাদী হয়ে অজ্ঞাতদের বিরুদ্ধে থানায় মামলা করেছেন।
অন্যদিকে বৃহস্পতিবার রাত ৮টার দিকে আমিনপুর থানার জাতসাখিনী ইউনিয়নের রাজনারায়নপুর গ্রামের চিত্তরঞ্জন সাহার ছেলে স্বদেশ চন্দ্র সাহার নগরবাড়ি নতুন বাজার এলাকার দোকান থেকে সিগারেট ক্রয় করেন পুরান ভারেঙ্গা ইউনিয়নের চরবোরামারা গ্রামের কায়ুম মোল্লার ছেলে হালিম মোল্লা। সিগারেট ক্রয়কে কেন্দ্র করে স্বদেশের সঙ্গে হালিমের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে হালিম তাকে বেধড়ক পিটুনি দেন। এতে ঘটনাস্থলেই স্বদেশের মৃত্যু হয়।
অপরদিকে শুক্রবার (২১ মে) ভোররাতে আমিনপুর থানার শিমুলিয়া গ্রামের ফজর আলীর ছেলে রানা আহমেদ (২৫) বাড়ির পাশে গাছের সঙ্গে গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেছেন।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে পুলিশ জানায়, রানা সাত থেকে আট মাস আগে বিয়ে করেছেন। ভোরে তার স্ত্রী তাকে বিছানায় না পেয়ে ঘরের বাহিরে আসতে চাইলে দেখেন ঘর বাহির থেকে শিকল দেওয়া। তার চিৎকারে বাড়ির লোকজন ও প্রতিবেশীরা ছুটে এসে ঘরের শিকল খুলে দেন। পরে বাড়ির পাশের গাছের সঙ্গে রানার ঝুলন্ত মরদেহ পাওয়া যায়। তবে কী কারণে তিনি আত্মহত্যা করেছেন তা পরিবারের কেউ বলতে পারেননি।
খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সুজানগর-আমিনপুর সার্কেল) মো. ফরহাদ হোসেন, আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রওশন আলী ও ওসি (তদন্ত) তানভীর আহম্মেদ সবুজ ঘটনাস্থলগুলো পরিদর্শন করেন।
আমিনপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) রওশন আলী বলেন, নিহত মন্টু শেখের ছেলে আশরাফুল ইসলাম বাদী হয়ে শুক্রবার (২১ মে) বিকেল সাড়ে ৩টার দিকে থানায় অজ্ঞাত কয়েকজনকে আসামি করে মামলা করেছেন। ঘটনাস্থলের এক কিলোমিটার দূর থেকে নিহত মন্টু শেখের ভ্যান উদ্ধার করা হয়েছে। আর স্বদেশের মৃত্যুর ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। হালিম মোল্লা পলাতক রয়েছেন।
ওসি বলেন, ঘটনাগুলো অধিকতর তদন্ত করা হচ্ছে। হত্যাকারীদের ধরতে পুলিশ অভিযানে নেমেছে।
রাকিব হাসনাত/আরএআর