‘ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ অব্যাহত থাকবে’
যুবদলের সাবেক সহ সাধারণ সম্পাদক আলমগীর হাসান সোহান বলেছেন, শরীরে রক্তের শেষ বিন্দু যতক্ষণ থাকবে ততক্ষণ ভারতের আগ্রাসনের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ অব্যাহত থাকবে। এ দেশ জিয়ার বাংলাদেশ। কোনো অন্যায়, অপপ্রচার এ জাতি মেনে নিতে পারে না, আমরাও মেনে নিতে পারব না। আমাদের আদর্শের উত্তরাধিকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তার আদর্শের রক্তই আমাদের শরীরে প্রবাহিত। আমরা অন্যায়-অত্যাচারকে প্রশ্রয় দিতে পারি না। আর ভারতীয় আগ্রাসন, অপপ্রচার– আমরা ঐক্যবদ্ধ থাকলে কোনো কিছুই করতে পারবে না।
শুক্রবার (৬ ডিসেম্বর) বিকেলে মাগুরার শ্রীপুর উপজেলার নাকোল ইউনিয়নের ওয়াপদা বাসস্ট্যান্ড এলাকায় নাকোল ও কছুন্দি ইউনিয়ন যুবদলের আয়োজিত বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় আগ্রাসন, অপপ্রচার সার্বভৌমত্ব বিরোধী অপতৎপরতা বন্ধের দাবিতে প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন
যুবদলের সাবেক এ নেতা বলেন, আমাদের নেতা তারেক রহমান অতি শিগগিরই দেশে আসবেন। যারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন তাদের দাঁতভাঙা জবাব দেওয়ার জন্য আমরা সবাই প্রস্তুত। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঐক্যবদ্ধ আছে। আমাদের কোনো সমস্যা হবে না। সামনে নির্বাচন, আমাদের নির্বাচনে যেতে হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ভবিষ্যতে রাষ্ট্র গঠন করবে। দেশের প্রধান হয়ে এ দেশের নেতৃত্ব দেবেন তারেক রহমান।
কছুন্দী ইউনিয়ন বিএনপির সভাপতি রশিদ মাস্টারের সভাপতিত্বে ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক ফিরোজ আহম্মেদের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট ওয়াশিকুর রহমান কল্লোল, মাগুরা সদর উপজেলা যুবদলের আহ্বায়ক সৈয়দ কুতুবউদ্দিন রানা, শ্রীপুর উপজেলা যুবদলের আহ্বায়ক জিয়াউল হক ফরিদ, শ্রীপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বদরুল আলম লিটু, শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খন্দকার খলিলুর রহমান খলিল, কছুন্দী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুর রশিদ, নাকোল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুর শুকুর।
প্রতিবাদ সভা শেষে ঢাকা-খুলনা মহাসড়কে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
তাছিন জামান/এসএসএইচ