সাতক্ষীরায় ভারতফেরত আরও দুজনের করোনা শনাক্ত

সাতক্ষীরায় কোয়ারেন্টাইনে থাকা ভারতফেরত আরও দুই বাংলাদেশি করোনাভাইরাস পজিটিভ হয়েছেন। শুক্রবার (২১ মে) সন্ধ্যা ৭টার দিকে এ তথ্য পাওয়া যায়। করোনায় আক্রান্তরা সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতা ওরস শরিফে কোয়ারেন্টাইনে রয়েছেন।
সাতক্ষীরা সিভিল সার্জন ডা. হুসাইন সাফায়াত জানান, গত ৫ ও ৭ মে যশোর জেলার বেনাপোল বন্দর দিয়ে দেশে ফেরেন হাজারো বাংলাদেশি। এদের মধ্যে ৩৩৭ জনকে সাতক্ষীরায় কোয়ারেন্টাইনে করা হয়। এরআগে ১৫০ জনের নমুনা পরীক্ষা করে ১১ জন পজিটিভ হয়েছিল। তারা চিকিৎসাধীন রয়েছেন।
তিনি আরও বলেন, শুক্রবার সকালে নলতা ওরস শরিফে কোয়ারেন্টাইনে থাকা ১০০ জনের নমুনা পরীক্ষা করা হয়। তাদের মধ্যে থেকে দুইজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। সাতক্ষীরা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে এই করোনা টেস্ট করা হয়।
আকরামুল ইসলাম/এমএসআর