নাটোরে রেললাইনে ফাটল, ঝুঁকি নিয়ে চলছে ট্রেন
নাটোরের লালপুরে আজিমনগর স্টেশন এবং আব্দুলপুর জংশনের মধ্যবর্তী বিহারি পাড়া এলাকায় রেল লাইনে ফাটল দেখা দিয়েছে। এতে ঝুঁকি নিয়ে চলাচল করছে ট্রেন।
রোববার (৮ ডিসেম্বর) সকালে ফাটলের বিষয়টি স্থানীয়দের নজরে আসে।
স্থানীয় বাসিন্দারা জানান, আজিমনগর স্টেশন ও আব্দুলপুর জংশনের মধ্যবর্তী বিহারি পাড়া নামক এলাকায় রেল লাইনে মাঝের একটি বেল ফেটে প্রায় আধা ইঞ্চি পরিমাণ ফাঁকা হয়ে গেছে। পরে তারা বিষয়টি স্থানীয় রেলওয়ে স্টেশন কর্মকর্তাকে জানিয়েছেন।
এ বিষয়ে জানতে চাইলে আব্দুলপুর রেলওয়ে স্টেশনের মাস্টার জিয়া উদ্দিন মাহমুদ বলেন, রেল লাইনে ফাটলের বিষয়টি স্থানীয় একজন ফোন করে আমাকে জানিয়েছেন। আমরা রেলওয়ে শ্রমিকদের সঙ্গে যোগাযোগ করছি। যত দ্রুত সময়ের ভেতর সম্ভব, রেললাইন মেরামত করা হবে।
গোলাম রাব্বানী/এএমকে