সিলিন্ডার বিস্ফোরণে গাড়িতে আগুন, প্রকৌশলী ও চালক দগ্ধ

ময়মনসিংহের গফরগাঁওয়ে কিশোরগঞ্জ স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর গাড়ির সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় প্রকৌশলী ও চালক দগ্ধ হয়েছে।
রোববার (৮ ডিসেম্বর) সকালে ভালুকা-গফরগাঁও সড়কের সালটিয়া ইউনিয়নের হাটুরিয়া গ্রামে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
অগ্নিদগ্ধরা হলেন—কিশোরগঞ্জ স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী লিয়াকত আলী (৫৯) এবং গাড়ি চালক আফজাল আহমেদ (৩৫)। তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গফরগাঁও ফায়ার সার্ভিস অফিসের স্টেশন অফিসার রাম প্রসাদ পাল বলেন, প্রকৌশলী লিয়াকত আলী কিশোরগঞ্জ থেকে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সার্কেল অফিস ময়মনসিংহের গফরগাঁওয়ের হাঁটুরিয়া এলাকায় পৌঁছলে গাড়িটির গ্যাস সিলিন্ডার হঠাৎ বিস্ফোরিত হয়। এ সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের বিদ্যুতের খুঁটিতে ধাক্কা লেগে আগুন ধরে যায়। খবর পেয়ে উপজেলা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) শফিক উদ্দিন বলেন, দগ্ধ প্রকৌশলী ও গাড়িচালককে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল বার্ন ইউনিটে প্রেরণ করা হয়েছে।
মো. আমান উল্লাহ আকন্দ/এএমকে