ময়মনসিংহে সপ্তম দিনের মতো লোকাল ট্রেন চলাচল বন্ধ
রেলওয়ে রানিং স্টাফ, শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের কর্মবিরতি পালনের কারণে ময়মনসিংহ থেকে নেত্রকোনার জারিয়া, মোহনগঞ্জ ও জামালপুর-দেওয়ানগঞ্জ রেলপথে লোকাল ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ট্রেন পরিচালনায় রানিং স্টাফ এলএম, গার্ড ও টিটি সংকটের কারণে সপ্তম দিনের মতো এই কর্মবিরতি চলছে।
রোববার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় ময়মনসিংহ রেলওয়ের গার্ড ও জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিকদলের ভারপ্রাপ্ত সভাপতি রাহাত খান ঢাকা পোস্টকে এই তথ্য নিশ্চিত করেছেন।
বিগত ১ ডিসেম্বর থেকে সারা দেশের মতো ময়মনসিংহেও এই কর্মবিরতি চলছে জানিয়ে তিনি বলেন, আমাদের দাবি আদায়ে কর্মবিরতি পালন করছি, তবে দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচি আসতে পারে। তিনি আরও বলেন, মূলত লোক মাস্টার সংকটের কারণে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
জানা যায়, ময়মনসিংহের তিনটি রেলপথে আট জোড়া এবং ঢাকা-দেওয়ানগঞ্জ রেলপথে ভাওয়াল মেইল ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। তবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। একইসঙ্গে আন্তঃনগর, কমিউটার এবং মেইল ট্রেন চলাচল করলেও রানিং স্টাফরা অতিরিক্ত ডিউটি না করায় অন্যান্য প্রত্যেক ট্রেন এক থেকে দুই ঘণ্টা বিলম্বে চলাচল করছে।
আন্দোলনকারীরা জানান, ১৬০ বছরেরও বেশি সময় ধরে রেলওয়ে রানিং স্টাফদের মাইলেজ সুবিধা চালু ছিল। কিন্তু ২০২২ সালে নতুন নিয়োগপ্রাপ্তদের থেকে মাইলেজ বন্ধ করে দেওয়া হয়। তবে এর আগে নিয়োগপ্রাপ্তরা এখনও মাইলেজ সুবিধা পেলেও ২০২১ সালে অর্থ মন্ত্রণালয়ের একটি পরিপত্রে পেনশন ও আনুতোষিকে পার্ট অব পে মাইলেজ সুবিধা বাতিল করা হয়।
রেলওয়ে রানিং স্টাফ, শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন, বন্ধ মাইলেজ চালুর দাবিতে তারা কর্মবিরতি পালন করে যাচ্ছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন।
এ বিষয়ে ময়মনসিংহ রেলওয়ে স্টেশন সুপারিনটেনডেন্ট নাজমুল হক খান বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে লোকাল ট্রেনগুলো চলাচল বন্ধ করা হয়েছে। ওপরের নির্দেশনা পেলেই ট্রেন চালু করা হবে, তবে কখন চালু হবে তা বলতে পারছি না।
মো. আমান উল্লাহ আকন্দ/এএমকে