রাজশাহীতে ভাঙা রেললাইনে চলল ট্রেন
রাজশাহীতে ভাঙা রেললাইন দিয়ে ট্রেন চলতে দেখা গেছে। রোববার (৮ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেশনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে রেলওয়ের কর্মীরা এসে বিকেল সাড়ে ৫টার দিকে ভাঙা রেললাইন মেরামত কাজ সম্পন্ন করেন।
যদিও ভাঙা রেললাইনের ওপর দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক ছিল। রেলওয়ের কর্মীদের মেরামতকালে ভাঙা স্থান দিয়ে এই রুটে চলাচল করা ট্রেনগুলো স্বাভাবিকভাবে চলাচল করেছে।
জানা গেছে, রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেশন এলাকায় ট্রেনের লাইন ভাঙ্গা দেখে রেলওয়ের কর্মীদের খবর দেন স্থানীয়রা। এরপর কয়েকজন রেলওয়ের কর্মী এসে লাইন মেরামতের কাজ শুরু করেন। এ সময়ের মধ্যে রাজশাহী থেকে ঢাকাগামী পদ্মা এক্সপ্রেস ও ঈশ্বরদী রুটের ট্রেন রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে গেছে ভাঙা লাইনের ওপর দিয়ে। রেললাইন ভাঙার খবরে ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে আসেন।
এ বিষয়ে পশ্চিমাঞ্চল রেলওয়ের ঊর্ধ্বতন উপসহকারী (পথ) ভবেশ চন্দ রাজবংশী বলেন, লাইন ফেটে (ভাঙা) গেলেও ট্রেন চলাচল স্বাভাবিক ছিল। আমাদের কর্মীরা দ্রুত মেরামত করেছে।
ভাঙার কারণ হিসেবে তিনি বলেন, এখন মাঝে মাঝে ভাঙছে রেললাইন। রেললাইনের বয়স হয়েছে। আর গাড়ি (ট্রেন) ৮০ কিলোমিটার স্পিডে চলে।
শাহিনুল আশিক/আরএআর