দরকার ২২ হাজার ডোজ, পাওয়া গেছে ২ হাজার

১১ মে থেকে কুষ্টিয়ায় করোনা টিকার দ্বিতীয় ডোজ দেওয়া বন্ধ হয়ে যায়। ভারতের সেরাম ইনস্টিটিউট টিকা দেওয়া বন্ধ করে দিলে কুষ্টিয়ায় মজুত শেষ হয়ে যায়। এরপর থেকে টিকাদান বন্ধ ছিল।
১০ দিন পর শনিবার (২২ মে) সকাল ৮টা কলকাকলী মাধ্যমিক বিদ্যালয়ের থেকে আবারও টিকার দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হয়েছে। চলবে বিকেল ৪টা পর্যন্ত।
কুষ্টিয়া জেলায় দ্বিতীয় ডোজ করোনা টিকা দিতে বাকি আছে ২২ হাজার ৪৩৫ জন। তবে কুষ্টিয়া স্বাস্থ্য বিভাগ খুলনা থেকে ২০০ ভায়াল টিকা পেয়েছেন। এতে ২ হাজার জনকে দেওয়া যাবে। এর আগে দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪৫ হাজার ৫১ জন। এ তথ্য নিশ্চিত করেছেন কুষ্টিয়ার সিভিল সার্জন এইচ এম আনোয়ারুল ইসলাম।
সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, গত ৭ ফেব্রুয়ারি কুষ্টিয়া জেলায় টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়। টিকা ফুরিয়ে যাওয়ায় গত ২৪ এপ্রিল প্রথম ডোজ টিকা দেওয়া বন্ধ করে দেওয়া হয়। ওই দিন পর্যন্ত টিকা দেওয়া হয়েছিল ৬৭ হাজার ৪৮৬ জনকে। এরপর কেবল দ্বিতীয় ডোজ চলছিল নিয়মমাফিক। সেরাম ইনস্টিটিউট টিকা দেওয়া বন্ধ করে দিলে মজুত শেষ হয়ে যায়।
ফলে ১১ মে দ্বিতীয় ডোজের টিকাদান কার্যক্রম বন্ধ হয়ে যায়। ১১ মে ৮২৭ জনকে টিকা দেওয়া হয়েছিল। এরপর থেকে মাঝের ১০ দিন কার্যক্রম বন্ধ ছিল। কুষ্টিয়া স্বাস্থ্য বিভাগ খুলনা থেকে ২০০ ভায়াল টিকা পেয়েছেন। এতে ২ হাজার জনকে দেওয়া যাবে। এর আগে দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪৫ হাজার ৫১ জন। দ্বিতীয় ডোজ করোনা টিকা দিতে বাকি আছে ২২ হাজার ৪৩৫ জন।
সরেজমিনে কুষ্টিয়া শহরের কলকাকলী মাধ্যমিক বিদ্যালয়ের টিকাদান কেন্দ্রে গিয়ে দেখা গেছে, শনিবার সকাল ৮টা থেকে শহরের বিভিন্ন প্রান্ত থেকে করোনা টিকা দ্বিতীয় ডোজ নেওয়ার জন্য মানুষ উপস্থিত হচ্ছেন। টিকাদান কার্যক্রম পরিচালনা করছেন উপজেলা স্বাস্থ্য বিভাগ।
অনেকে আবার টিকা নিতে এসে ফেরত যাচ্ছেন। কারণ তাদের টিকা নেওয়ার সময় এখনও হয়নি। চাহিদার বিপরীতে টিকা অনেক কম। এ জন্য টিকাদান কেন্দ্রে বিশৃঙ্খলার আশঙ্কায় পুলিশ ও আনসার মোতায়েন করা হয়েছে। সুন্দর পরিবেশে টিকাদান কার্যক্রম চলছিল। সেখানে পুরুষ ও নারীর জন্য ছিল আলাদা-আলাদা টিকাদান বুথ।
টিকা নিতে আসা কয়েকজন বলেন, প্রথম ডোজ টিকা নেওয়ার ৫৬ দিন পর দ্বিতীয় ডোজ দেওয়ার জন্য টিকা কেন্দ্রে গিয়েছিলাম কিন্তু সবকিছু বন্ধ ছিল। আজ জানতে পেরে কেন্দ্রে এসে টিকা নিলাম।
কয়েকজন বৃদ্ধ ঢাকা পোস্টকে বলেন, করোনাভাইরাসের দ্বিতীয় ডোজের টিকা নিয়েছি। এখনো সুস্থ আছি। কোনো সমস্যা হয়নি। সুন্দর পরিবেশে টিকা নিলাম।
রাজু আহমেদ/এমএসআর