টাঙ্গাইলে পুকুরে ভাসছিল ভাইবোনের লাশ

টাঙ্গাইলে বাবার সঙ্গে বিয়ের দাওয়াত খেতে গিয়ে পুকুরে ডুবে ভাইবোনের মৃত্যু হয়েছে। শনিবার (২২ মে ) দুপুরে টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা ইউনিয়নের বাঘিলবাজার-সংলগ্ন এলাকায় একটি পুকুর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
জানা যায়, নিহত আবিদা (১২) ও রিফাত (১০) টাঙ্গাইল পৌর শহরের পশ্চিম আকুরটাকুরপাড়ার বাসিন্দা আদম মন্ডলের সন্তান।
দাইন্যা ইউপির চেয়ারম্যান লাভলু মিয়া জানান, নিহত দুই শিশু তাদের বাবার সঙ্গে আত্মীয়বাড়িতে বেড়াতে যায়। পরে দুপুরের দিকে বাড়ির পাশের একটি পুকুরে ভাইবোনের লাশ ভেসে উঠে। খবর পেয়ে স্থানীয় লোকজন শিশু দুটির লাশ উদ্ধার করে। পরে পুলিশকে খবর দেওয়া হয়।
টাঙ্গাইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশাররফ হোসেন বলেন, আদম মন্ডল বাসার ভাড়াটিয়ার বাড়ি বাঘিলে সন্তানদের নিয়ে বেড়াতে যান। পরে আদম তার ছেলেমেয়েকে সেখানে রেখে শহরে চলে যান। এরপরই দুপুরের দিকে পুকুর থেকে তাদের লাশ পাওয়া যায়।
ওসি মীর মোশাররফ হোসেন আরও বলেন, ঘটনাস্থল থেকে শিশু দুটির লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। তবে তাদের শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই।
অভিজিৎ ঘোষ/এমএসআর