কারাফটকে পৌঁছেছেন রোজিনার স্বজনরা

প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের জামিন আবেদন বিষয়ে রোববার (২৩ মে) আদেশ হয়। পাঁচ হাজার টাকা মুচলেকা ও পাসপোর্ট জমা দেওয়ার শর্তে তিনি জামিন পান। দণ্ডবিধি ও অফিশিয়াল সিক্রেটস অ্যাক্টের মামলায় গ্রেফতার করলে আদালত তাকে কারাগারে পাঠান।
এর আগে বৃহস্পতিবার (২০ মে) ভার্চুয়াল আদালতে শুনানি শেষে রোববার আদেশের বিষয় জানান আদালত।
রোজিনা ইসলামের জামিন আদেশের পর বেলা তিনটার দিকে তাকে নিতে এক মাইক্রোবাসে করে পরিবারের সাত সদস্য কারাফটকে এসেছেন।
তারা হলেন বোন লিনা আক্তার, দেবর জাহিরুল ইসলাম, ভগ্নিপতি প্রিন্স জাকারিয়া, ভাগনি মারিয়া রাউকি, সাংরিল ও ননদ রোজি আক্তার।
লিনা আক্তার ঢাকা পোস্টকে জানান, পরিবারের আরও সদস্য কারাফটকে আসার জন্য পথে আছেন। তারাও কিছুক্ষণের মধ্যে এসে পৌঁছাবেন।
শিহাব খান/এনএ