ট্রেনে কাটা পড়লেন রেললাইনের পাশের চা বিক্রেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নীলসাগর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে কহিনুর বেগম (৪৫) নামে এক নারী চা বিক্রেতার মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বেলা ১২টার দিকে উপজেলার জামতৈল রেলওয়ে স্টেশনের অদূরে আলোকদিয়ার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত কহিনুর উপজেলার আলোকদিয়ার গ্রামের হাসান শিকদারের স্ত্রী।
স্থানীয়রা জানান, কহিনুর বেগম আলোকদিয়ার এলাকার রেললাইনের ধারে চা বিক্রি করে সংসার চালাতেন। চা বিক্রির একপর্যায়ে তিনি রেললাইন পার হওয়ার সময় ঢাকাগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে মারা যান।
জামতৈল রেলওয়ে স্টেশনের কর্তব্যরত স্টেশন মাস্টার আবু হান্নান বলেন, ট্রেনে কাটা পড়ে এক নারীর মৃত্যুর খবর পেয়েছি।
সিরাজগঞ্জ বাজার রেলওয়ে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) তপন ঘোষ বলেন, নীলসাগর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
শুভ কুমার ঘোষ/এমজে