তাবলিগ জামাতের বিরোধ নিরসনে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা

তাবলিগ জামাত নিয়ে রাজনীতি বন্ধসহ মাওলানা সাদ ও জোবায়েরপন্থিদের মাঝে বিরোধ নিরসনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করে রংপুরে সংবাদ সম্মেলন করা হয়েছে। দাবি আদায়ে করা হয় মানববন্ধন সমাবেশও।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিকেলে প্রেসক্লাব মিলনায়তনে বৈষম্যবিরোধী সচেতন ছাত্রসমাজের ব্যানারে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে মাওলানা কেরামত আলী অনার্স কলেজের শিক্ষার্থী নুরুজ্জামান নুর সংবাদ সম্মেলনে বলেন, দাওয়াতে তাবলিগের মেহনত নিয়ে আন্তর্জাতিকভাবে চক্রান্তসহ রাজনীতিকরণের চেষ্টা করা হচ্ছে। তাবলিগ জামাতে নেতৃত্বদানকারীরা আজ কোণঠাসা হয়ে গেছে। যারা তাবলিগের মেহনতের সঙ্গে যুক্ত না ও রাজনৈতিক দলের পদধারী নেতা, তারা তাবলিগ জামাতের দুটি পক্ষের মধ্যে বিভেদ বাড়িয়ে চলেছে।
তিনি তাবলিগ জামাতের মাঝে দ্বন্দ্ব নিরসনে উভয় পক্ষের তাবলিগের মেহনতের সঙ্গে জড়িত মুরব্বিদের নিয়ে বসে সমাধানের জন্য সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, কোনো রাজনৈতিক দলের নেতাদের নিয়ে বসলে সমাধানের চেয়ে শুধু বিশৃঙ্খলা বাড়বে। দ্বন্দ্ব-বিভেদ, বিদ্বেষ তৈরির সঙ্গে পাল্টাপাল্টি অপপ্রচার বাড়ছে। আমরা আলেম-ওলামাদের ভালোবাসি। সারা পৃথিবীতে যেহেতু তাবলিগের মাঝে বিভক্তি ঘটেছে তাই আমরা চাই সাদ ও জোবায়ের উভয়পন্থিরা যেন শান্তিপূর্ণভাবে মসজিদে জামাত নিয়ে যেতে পারে।
টঙ্গীর ইজতেমা মাঠে সংঘটিত হত্যাকাণ্ডে বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠনের দাবি তুলে ধরে নুরুজ্জামান নুর বলেন, সুষ্ঠু তদন্তের মাধ্যমে যারা অপরাধী তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক। সাদ ও জোবায়েরপন্থিদের যারাই জড়িত থাকুক তাদের পরিচয় উন্মোচন হওয়া দরকার।
তিনি আরও বলেন, বিগত আওয়ামী লীগ সরকার ২০১৭ সাল থেকে কাকরাইল মসজিদ ও ইজতেমা মাঠ নিয়ে দুই পক্ষের মাঝে বিরোধ ও বৈষম্য সৃষ্টি করে রেখেছিল। আমরা চাই বৈষম্যের বিরুদ্ধে আন্দোলনের মাধ্যমে প্রতিষ্ঠিত ছাত্র-জনতার প্রতিনিধিত্ব করা অন্তর্বর্তীকালীন সরকারপ্রধান ড. মুহাম্মদ ইউনূস উভয় পক্ষের নেতাদের সঙ্গে বৈঠক করে বিরোধ মীমাংসা করবেন। সেই সঙ্গে বৈষম্য দূর ও ইনসাফ প্রতিষ্ঠা করবেন। এর ব্যত্যয় ঘটলে প্রয়োজনে আমরা আবারও বৈষম্য নিরসনে মাঠে নামব।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন পীরগাছা সরকারি কলেজের শিক্ষার্থী মোহাম্মদ কাওছার, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আব্দুল হাকিম, হাফেজ হাসান জামান, রফিউল্লাহ রাফি, মোহাম্মদ রিফাত, আব্দুল্লাহ আল আমান, জাহিদ হাসানসহ অন্যরা। সংবাদ সম্মেলন শেষে প্রেসক্লাব চত্বরে মানববন্ধন সমাবেশ করেন তারা।
ফরহাদুজ্জামান ফারুক/এমজেইউ