পাহাড়ের সম্প্রীতি রক্ষায় বৌদ্ধ ভিক্ষুরা অবদান রাখছে

পার্বত্য অঞ্চলে সম্প্রীতি রক্ষায় বৌদ্ধ ভিক্ষুরা অনেক গুরুত্বপূর্ণ অবদান রাখছেন বলে মন্তব্য করছেন বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিওন কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল শরীফ মোহাম্মদ আমান হাসান।
শনিবার (২৮ ডিসেম্বর) দুপুরে খাগড়াছড়ি কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে বুদ্ধমূর্তি দান, চীবর দান, সংঘদান এবং অষ্টপরিষ্কার দানসহ সংঘদান অনুষ্ঠান পরিদর্শনকালে এ কথা বলেন তিনি।
পাহাড়ে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ভবিষ্যতেও বৌদ্ধ ভিক্ষুদের সহায়তা চান তিনি। সেনাবাহিনীর পক্ষ থেকে বৌদ্ধ মন্দিরের যেকোনো কর্মকাণ্ডে সার্বিক সহযোগিতা প্রদানেও আশ্বাস দেন।
আরও পড়ুন
মোহাম্মদ আমান আরও বলেন, পার্বত্য চট্টগ্রামে শান্তিশৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী কাজ করে যাচ্ছে। সম্প্রীতি রক্ষায় সেনাবাহিনী সবসময় পাশে আছে এবং থাকবে।
অনুষ্ঠানে বৌদ্ধ ভিক্ষুদের বুদ্ধমূর্তি দান, চীবর দান, সংঘ দান এবং অষ্টপরিষ্কার সংঘদান অনুষ্ঠান করা হয়। শেষে দেশ-জাতি তথা সবার মঙ্গল কামনায় সমবেত প্রার্থনা করা হয়।
মোহাম্মদ শাহজাহান/এমজে