মেঘনায় অবৈধভাবে বালু উত্তোলনকালে বাল্কহেডসহ আটক ৯

চাঁদপুরে মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনকালে ৩টি বাল্কহেডসহ ৯ জনকে আটক করেছে কোস্টগার্ড।
সোমবার (৩০ ডিসেম্বর) সকালে এই তথ্য নিশ্চিত করেছেন চাঁদপুর স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট এম ফজলুল হক।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রোববার বিকেল ৫টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত কোস্টগার্ড স্টেশন চাঁদপুর চেয়ারম্যান ঘাট সংলগ্ন মেঘনা নদীতে অবৈধ ড্রেজার এবং বাল্কহেড উচ্ছেদ অভিযান পরিচালনা করে। ওই অভিযান চলাকালীন অবৈধভাবে বালু উত্তোলনকালে ৩টি বাল্কহেডসহ ৯ জনকে আটক করা হয়। পরে জব্দকৃত বাল্কহেড এবং আটককৃত আসামিদের চাঁদপুর সদর নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
আনোয়ারুল হক/আরকে