বরিশালে নিখোঁজের দুই দিন পর নারীর লাশ উদ্ধার

বরিশাল জেলার উজিরপুর উপজেলায় নিখোঁজের দুই দিন পর এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি নিশ্চিত করেছেন।
আজ বুধবার (৯ ডিসেম্বর) দুপুরে উপজেলার পশ্চিম মশাং গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ ময়নাতদন্তের জন্য মরদেহ বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
পুলিশ জানায়, পশ্চিম মশাং গ্রামের মৃত বিশ্বনাথ মল্লিকের স্ত্রী ঝর্ণা মল্লিককে (৪৫) গত সোমবার সকাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তার সন্তানরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেছে। পরে তারা বিষয়টি থানা পুলিশকে জানিয়েছে। বুধবার সকালে বাড়ির পাশে একটি জামগাছে ঝুলন্ত অবস্থায় ঝর্ণার লাশ দেখতে পান স্থানীয়রা। তারা খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে দুপুরে ময়নাতদন্তের জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
ওসি জিয়াউল হক বলেন, লাশের শরীরে বেশ কয়েকটি আঘাতের চিহ্ন দেখা গেছে। এখনই বলা যাচ্ছে না তিনি আত্মহত্যা করেছেন কি না। কেউ হয়তো হত্যাও করে থাকতে পারে। ময়না তদন্তের প্রতিবেদন এলে সুনির্দিষ্টভাবে বোঝা যাবে মৃত্যুর রহস্য।
এ ঘটনায় পুলিশ প্রাথমিকভাবে একটি অপমৃত্যুর মামলা করেছে। পরিবারের সদস্যরা অভিযোগ দিলে আমরা খতিয়ে দেখব বলে জানান ওসি।
এনএ