থানা থেকে ছিনিয়ে নেওয়া সেই যুবদল নেতাকে কারাগারে প্রেরণ

মুন্সীগঞ্জের শ্রীনগর থানা থেকে ছিনিয়ে নেওয়ার পর পুনরায় গ্রেপ্তার করে আদালতে পাঠালে যুবদল নেতা তরিকুল ইসলামকে কারাগারে পাঠানো হয়েছে।
এ ঘটনায় বিএনপির প্রায় ২০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। ওই মামলায় শ্রীনগর উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মো. তারিকুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ।
রোববার (১২ জানুয়ারি) দুপুরে আসামি তারিকুলকে মুন্সীগঞ্জ আদালতে হাজির করলে শ্রীনগর আমলি আদালত-৩-এর বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট দুরদানা রহমান আসামির জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
এর আগে তারিকুলকে গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার ধাইসার এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।
জানা গেছে, একটি মারামারির ঘটনায় আদালতের নির্দেশে গত ১৯ নভেম্বর তারিকুলের বিরুদ্ধে শ্রীনগর থানায় মামলাটি রেকর্ড করা হয়। তাকে গ্রেপ্তারের খবর শুনে শুক্রবার রাত ৯টার দিকে শ্রীনগর উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবক দলের প্রায় দেড় শতাধিক নেতাকর্মী থানায় ছুটে আসেন। তারা তারিকুলকে ছেড়ে দেওয়ার জন্য শ্রীনগর থানার অফিসার ইনচার্জ কাইয়ূম উদ্দিন চৌধুরীর ওপর চাপ প্রয়োগ করে সেখানে নানা রকম স্লোগান দেন।
পরবর্তীতে রাত সোয়া ১০টার দিকে তারা থানার সেকেন্ড অফিসারের কক্ষ ভাঙচুর এবং পুলিশকে মারধর করে তরিকুলকে থানা থেকে ছিনিয়ে নিয়ে যান। পরে শনিবার রাত সাড়ে ৯টার দিকে তাকে পুনরায় গ্রেপ্তার করে পুলিশ।
আরও পড়ুন
এ ঘটনায় গত শনিবার শ্রীনগর থানার এসআই আব্দুর রাজ্জাক বাদী হয়ে শ্রীনগর উপজেলা যুবদলের আহ্বায়ক জয়নাল আবেদীন মৃধা জেমস, সদস্য সচিব মামুনুর রশিদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম মাসুদ রানা, ছাত্রদলের সভাপতি আশরাফুল ইসলাম শুভ, সাধারণ সম্পাদক এমদাদুল হক ইমন, সেচ্ছাসেবক দলের সদস্য সচিব এমদাদুল ইসলাম রজিন, বিএনপি নেতা আশরাফ হোসেন মিলন, জহিরুল ইসলাম মামুনসহ এজাহারে ৩১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১৬০ থেকে ১৭০ জনকে আসামি করে মামলা দায়ের করেন।
এ ছাড়া শনিবার রাতে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভুঁইয়া স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে তারিকুল ইসলামকে বহিষ্কারের সত্যতা নিশ্চিত করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় পেশিশক্তি প্রদর্শনপূর্বক রাষ্ট্রীয় আইনশৃঙ্খলা বাহিনীর কর্তব্যে বাধা দেওয়ার সুস্পষ্ট অভিযোগে তাকে বহিষ্কার হয়েছে। একই সঙ্গে যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা প্রদান করা হয়। এ ছাড়া বহিষ্কৃত নেতার কোনো ধরনের অপকর্মের দায়দায়িত্ব দল নেবে না।
মুন্সীগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক রাশেদ খান চৌধুরি বলেন, আসামি তারিকুলকে আদালতে আনা হয়েছে। তার জামিনের আবেদন করলে আদালত জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।
ব.ম শামীম/এএমকে