ছাত্র আন্দোলন পুলিশকে দেখিয়েছে ন্যায় বিচার নিশ্চিত করা জরুরি

বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত আইজিপি (হিউম্যান রিসোর্স) আবু নাছের মোহাম্মদ খালেদ বলেছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পুলিশকে দেখিয়ে দিয়েছে সমাজে ন্যায় বিচার নিশ্চিত করা জরুরি। আন্দোলনটি কেবল ছাত্র-জনতার আন্দোলন নয়, এটি সংবিধান, মানবাধিকার ও সামজিক মূল্যবোধের প্রতিফলন। তাই আমাদের অতীতের ভুলগুলো নিরূপণ করে সামনের দিনগুলো জনগণের ভালবাসা ও আস্থা অর্জন করার লক্ষ্যে কাজ করে যেতে হবে।
রোববার (১২ জানুয়ারি) দুপুরে নোয়াখালী পুলিশ ট্রেনিং সেন্টারে ৫০ তম ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অতিরিক্ত আইজিপি বলেন, বাংলাদেশ পুলিশের রয়েছে গৌরবোজ্জ্বল ইতিহাস। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে অগ্রণী ভূমিকা পালন করেছে। দেশের যে কোনো সংকটে বাংলাদেশ পুলিশ এগিয়ে আসে। কিছুদিন আগে দেশের অস্থিতিশীল সময়ে পুলিশ না থাকায় মানুষ পুলিশের অনুপস্থিতি টের পেয়েছে। আগামীর বাংলাদেশ অনেক চ্যালেঞ্জিং। তাই প্রযুক্তির উৎকর্ষতা কাজে লাগিয়ে বাংলাদেশ পুলিশ এগিয়ে যাবে।
আরও পড়ুন
প্রশিক্ষণ প্রাপ্ত নবীন কনস্টেবলদের উদ্দেশ্যে অতিরিক্ত আইজিপি আবু নাছের মোহাম্মদ খালেদ বলেন, মেধা ও প্রজ্ঞার পাশাপাশি প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে নিজেদের সমৃদ্ধ করতে হবে। আগামীর ২০৬০ সালে প্রযুক্তির কি উন্নয়ন হবে তা আমাদের কল্পনাতেও আসবেনা। পেশাগত চ্যালেঞ্জ মোকাবিলা করে মুক্তিযুদ্ধের চেতনায় প্রশিক্ষণপ্রাপ্তরা দেশের জন্য কাজ করবেন বলে আমি বিশ্বাস করি। প্রশিক্ষণের সঙ্গে সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।

৫০তম ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে ৭৫৯ জন কনস্টেবল অংশগ্রহণ করেন। শেষে মাঠ ও শরীরচর্চা বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী ও সকল বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারীর মাঝে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়।
পুলিশ ট্রেনিং সেন্টার নোয়াখালীর কমান্ড্যান্ট ডিআইজি মো. হায়দার আলী খানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপ-কমান্ড্যান্ট মো. মারুফ হোসেন, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল, উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক, নোয়াখালীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. ইয়াছিন, নোয়াখালীর পুলিশ সুপার মো. আব্দুল্লাহ্-আল-ফারুক, ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ডেন্ট পুলিশ সুপার মো. মনজুর রহমান, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
হাসিব আল আমিন/এমএসএ