নিখোঁজের ৩৭ দিন পর আলুক্ষেতে মিলল গৃহবধূর মরদেহ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের ফুলতলা এলাকায় আলুক্ষেতে পুঁতে রাখা অবস্থায় নিখোঁজ গৃহবধূ হালিমা বেগমের (৩৪) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি বাংলাবাজার ইউনিয়নের ভাষানচর দক্ষিণকান্দি এলাকার হাবিবুর রহমানের মেয়ে।
নিহতের পরিবার জানায়, গত ৭ ডিসেম্বর থেকে নিখোঁজ ছিলেন হালিমা। শহরের একটি হাসপাতালে আত্মীয়কে দেখতে গিয়ে আর বাড়িতে ফিরে আসেননি। পরে এ ঘটনায় মুন্সীগঞ্জ সদর থানায় অপহরণ মামলা করে তার পরিবার।
সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে চরকেওয়ার ইউনিয়নের ফুলতলা এলাকায় আলুক্ষেত থেকে তীব্র গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা মাটি খুঁড়ে ওই নারীর মরদেহ দেখতে পান। পরে তারা পুলিশে খবর দেন। পুলিশ এসে মরদেহ উদ্ধার করেছে।
মুন্সীগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
ব.ম শামীম/আরএআর