ট্রাক্টর উল্টে কৃষক নিহত, আহত ৩

রাজবাড়ী জেলার কালুখালীতে ট্রাক্টর উল্টে সিরাজুল ইসলাম (৪৫) নামে এক কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন।
সোমবার (১৩ জানুয়ারি) বিকেলে উপজেলার রতনদিয়া ইউনিয়নের হরিণবাড়িয়া সাদার চরে এ ঘটনা ঘটে।
নিহত সিরাজুল ইসলম উপজেলার কালিকাপুর ইউনিয়নের ঠাকুর পাড়া গ্রামের লিয়াকত খাঁর ছেলে। কৃষি কাজের পাশাপাশি হরিনবাড়িয়া বাজারে তার চায়ের দোকান ছিল। এছাড়া আহতরা হলেন, ট্রাক্টরের চালক ফিরোজ, জিন্নাহ ও শামসু।
স্থানীয়রা জানান, সোমবার সিরাজুল ইসলাম খান হরিণবাড়িয়া সাদার চরে নিজের রসুন ক্ষেত পরিচর্যা করতে যান। কাজ শেষে বিকেলে সেখান থেকে ট্রাক্টরে চড়ে বাড়ি ফিরছিলেন তিনি। চরের উঁচু জায়গা উঠতে গিয়ে ট্রাক্টরটি উল্টে নিচে চাপা পড়েন সিরাজুল। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আর গুরুতর আহত হন ট্রাক্টরের চালক ফিরোজসহ আরও দুজন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন
কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমান জানান, হরিণবাড়িয়া সাদার চরে ট্রাক্টর চাপায় একজন নিহত হয়েছেন। এ ব্যাপারে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।
মীর সামসুজ্জামান/এমএসএ