পুকুর থেকে তোলা হলো দুই শিশুর নিথর দেহ

পুকুর পাড়ে খেলা করছিল শিশু মারুফ (৬) ও মিনার (৬)। খেলার এক পর্যায়ে তারা পুকুরের পানিতে পড়ে যায়। এরপর তোলা হলো তাদের নিথর দেহ। সোমবার (২৪ মে) বিকেলে বগুড়ার শাজাহানপুর উপজেলার মাদলা চাঁচাইতারা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মারুফ চাঁচাইতারা গ্রামের টেম্পুচালক আলমগীর হোসেনের ছেলে এবং মিনার একই গ্রামের মিলন রহমানের ছেলে। নিহত দুই শিশু আপন চাচাতো ভাই।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেলের দিকে মারুফ ও তার সমবয়সী চাচাতো ভাই মিনার বাড়ির পাশে পুকুর পাড়ে বসে খেলা করছিল। শেষ বিকেলের দিকে মারুফের মা বাড়িতে এসে মারুফ ও মিনারকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে বাড়ির পাশে পুকুর থেকে তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান জানান, আইনি প্রক্রিয়া শেষে দুই শিশুর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনাটি খুবই দুঃখজনক।
সাখাওয়াত হোসেন জনি/এসপি