কক্সবাজারে ফেন্সিডিলের চালান জব্দ, আটক ২

বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকতের নগরী কক্সবাজার। চলমান পর্যটন মৌসুমে নতুন নতুন পন্থা ব্যবহার করে মাদক আনা-নেয়া শুরু করে ব্যবসায়ীরা। সেরকম একটি চালান জব্দ করেছে কক্সবাজার র্যাব-১৫ এর সদস্যরা।
সোমবার (০৪ জানুয়ারি) রাত পৌনে ১০টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ঝিলংজা ইউনিয়নের বাংলাবাজার এলাকা থেকে ৬০০ বোতল ফেন্সিডিলসহ দুইজনকে আটক করে র্যাব। এ সময় তাদের ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।
আটকরা হলো— কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানার পিপলিয়াবাজার এলাকার মোহাম্মদ মফিজের ছেলে মোহাম্মদ সোহাগ (২২) ও একই জেলার জোনকানন এলাকার মোহাম্মদ আবুলের ছেলে সবুজ মিয়া (২০)।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানায়, পর্যটন মৌসুমকে ঘিরে ফেন্সিডিলের চাহিদা বেড়ে গেছে, তাই তারা কুমিল্লার সীমান্ত দিয়ে এ চালান নিয়ে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হয়। এখানে এক পার্টির কাছে তারা ফেন্সিডিল হস্তান্তর করার কথা ছিল।
কিন্তু সংবাদ পেয়ে বাংলাবাজার এলাকা থেকে তাদের আটক র্যাব। পরে গাড়ি তল্লাশি করে তিনটি বস্তার ভেতর থেকে ৬০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার র্যাব-১৫ এর উপ-অধিনায়ক মেজর মেহেদী হাসান ঢাকা পোস্টকে বলেন, ফেন্সিডিলের বড় একটি চালান কক্সবাজারে প্রবেশ করবে— এমন খবরে বাংলাবাজার তল্লাশিকালে তাদের ফেন্সিডিলসহ আটক করা হয়। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা শেষে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হবে।
এমএসআর