সাবেক যুবদল নেতার বাবাকে গুলি করে হত্যা, গ্রেপ্তার ২

রাজশাহীতে সাবেক যুবদল নেতা সালাহউদ্দিন মিন্টুর বাবা মো. আলাউদ্দিনকে (৬০) গুলি করে হত্যার ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে। এর আগে বুধবার (১৫ জানুয়ারি) রাতে নিহতের ছেলে সালাহউদ্দিন মিন্টু বাদী হয়ে ৩৭ জনকে আসামি করে মামলা করেছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন- মো. আব্দুল্লাহ (২৬) ও মো. ওবায়দুল (২২)। তারা নগরীর ভুগরইল এলাকার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা ঘটনার সঙ্গে জড়িত থাকলেও গুলিবর্ষণের সময় ছিলেন না বলে পুলিশকে জানিয়েছেন।
জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিহত আলাউদ্দিনের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়। এরপর পুলিশ মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে। বিকেলে (বাদ আসর) বায়া ঈদগা মাঠে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।
শাহমখদুম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, আলাউদ্দিন নিহতের ঘটনায় তার ছেলে সালাহউদ্দিন মিন্টু বাদী হয়ে মামলা করেছেন। এই মামলায় সাতজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২৫ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের এই মামলায় আদালতে চালান দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত দুইজন ঘটনার সঙ্গে জড়িত থাকলেও গুলিবর্ষণের সময় ছিলেন না বলে পুলিশকে জানিয়েছেন। বিষয়টি পুলিশ তদন্ত করছে। এছাড়া দুপুরে নিহতের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। বিকেলে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।
প্রসঙ্গত, গত মঙ্গলবার (১৪ জানুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে নওহাটা পৌর যুবদলের সাবেক সদস্য সালাহউদ্দিন মিন্টুর বাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনা ঘটে। এ সময় মিন্টুর বাবা আলাউদ্দিন তলপেটে গুলিবিদ্ধ হয়ে আহত হন। রাতেই স্বজনরা তাকে উদ্ধার করে রামেক হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় পরদিন বুধবার (১৫ জানুয়ারি) বিকেল ৩টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।
শাহিনুল আশিক/আরএআর