শীতলক্ষ্যা থেকে অজ্ঞাত দুজনের মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর পৃথক দুটি স্থান থেকে অজ্ঞাত দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেলে সিদ্ধিরগঞ্জের সাইলো (খাদ্যগুদাম) এলাকা থেকে অজ্ঞাত এক পুরুষ (৪৫) ও একই দিন দুপুরে সোনারগাঁয়ের কাঁচপুরের কুতুবপুর থেকে যুবকের (২৮) মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ।
বৃহস্পতিবার রাত পৌনে ৯টায় ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন কাঁচপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আব্দুল মাবুদ।
তিনি বলেন, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে শীতলক্ষ্যা নদীর পৃথক দুইটি স্থান থেকে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে মরদেহ দুটির শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে মরদেহ দুটি ৪-৫ দিনের আগের হবে। উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর তাদের মৃত্যুর আসল কারণ নিশ্চিত হওয়া যাবে।
তিনি আরও বলেন, রাত পৌনে ৯টা পর্যন্ত উদ্ধার হওয়া মরদেহের কোনো পরিচয় শনাক্ত করা যায়নি। পরিচয় শনাক্তে কাজ চলছে।
মেহেদী হাসান সৈকত/এমজেইউ