সাবেক সংসদ সদস্য রেজিনা ইসলাম মারা গেছেন

দিনাজপুরের সাবেক সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপি নেতা রেজিনা ইসলাম মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (১৭ জানুয়ারি) সকাল ৭টায় হৃদরোগে আক্রান্ত হয়ে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে তার মৃত্যু হয়।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া বিরাজ করছে। রেজিনা ইসলামের বাড়ি দিনাজপুর পৌর শহরের চারুবাবুর মোড় এলাকায়। তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিসসহ নানা রোগে ভুগছিলেন।
উল্লেখ্য, রেজিনা ইসলাম বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ছিলেন। এ ছাড়া তিনি জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক, জেলা মহিলা দলের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। দিনাজপুর শহরের শাখারিপট্টি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতাও করেন রেজিনা ইসলাম। পরে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে তিনি দিনাজপুর সংরক্ষিত আসন (৪১) থেকে সংসদ সদস্য মনোনীত হন।
রেজিনা ইসলাম ব্যক্তিজীবনে চার মেয়ে, নাতি-নাতনি, দলীয় নেতাকর্মীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
সোহাগ গাজী/এমজেইউ