মানিকগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৫

মানিকগঞ্জের সদর উপজেলায় মাটি ব্যবসা ও মেলার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইউনিয়ন বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ইউনিয়ন বিএনপির ৫ জন কর্মী আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় ৩ জনকে মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় সদর উপজেলার আটিগ্রাম ইউনিয়নে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন— আটিগ্রাম ইউনিয়ন কৃষি জমি ও কৃষক বাঁচাও আন্দোলনের সদস্য সচিব ও ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী মামুন (৪০), ইউনিয়ন বিএনপির সদস্য ও কৃষক দলের সভাপতি প্রার্থী রুস্তম সরকার (৪২), ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ওয়াসিম আকরাম (২২)।
আরও পড়ুন
ভুক্তভোগী ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, সদর উপজেলার আটিগ্রাম ইউনিয়নের কৃষি জমি থেকে মাটি কাটার প্রতিবাদ করে আসছিলেন ভুক্তভোগী ইউপি বিএনপির একটি পক্ষ। অন্যদিকে গত ৫ আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে স্বৈরাচার পতিত আওয়ামী লীগ সরকার পতনের পর আটিগ্রাম ইউপি চেয়ারম্যান নুরে এ আলম সরকার ইউনিয়ন বিএনপির আরেকটি পক্ষকে ম্যানেজ করে এলাকায় মাটির ব্যবসাসহ পরিষদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।
ঘটনার নিন্দা জানিয়ে আটিগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি ছানোয়ার হোসেন দেওয়ান বলেন, আওয়ামী লীগের অনুপ্রবেশকারী কিছু লোকদের নিয়ে বিএনপির গুটিকয়েক নেতা এ হামলা ঘটিয়েছে। আটিগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান নূরে আলম সরকার তার ভাটায় অবৈধ মাটি আনা নেওয়ার জন্য বিএনপি'র কিছু নেতাকে অর্থের লোভ দেখিয়ে তার সঙ্গে রেখে চক্রান্ত করে যাচ্ছে। আমরা এ হামলার তীব্র নিন্দা ও দোষীদের দৃষ্টান্ত শাস্তি দাবি করি।
এ বিষয়ে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস.এম আমান উল্লাহ বলেন, এ ঘটনায় এখনো কেউ কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এআইএস