লঞ্চ থেকে পড়ে নিখোঁজ, ৪ দিন পর লাশ উদ্ধার

কিশোরগঞ্জের ইটনায় যাত্রীবাহী লঞ্চ থেকে পড়ে নিখোঁজের চারদিন পর হৃদয় (১৮) নামে এক লস্করের (খালাসি) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার এলংজুরী বাজার সংলগ্ন শ্মশানঘাট এলাকার ঘোড়াউত্রা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত হৃদয় হবিগঞ্জের যাত্রাবড়বাড়ি এলাকার আব্দুল আউয়ালের ছেলে।
স্থানীয় হাওরবাসী ও ইটনা পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৯ ডিসেম্বর) এমভি শামীম নামে একটি যাত্রীবাহী লঞ্চ ভৈরব থেকে সুনামগঞ্জের সাচনায় যাচ্ছিল। ইটনা উপজেলার এলংজুরী বাজার সংলগ্ন শ্মশানঘাট এলাকায় পৌঁছালে যান্ত্রিক গোলযোগ দেখা দেয়। ওইদিন লঞ্চের ত্রুটি সারাতে না পারায় যাত্রীরা নিজ নিজ উদ্যোগে গন্তব্যে ফেরেন। শুক্রবার (১ জানুয়ারি) সকাল ৮টার দিকে লঞ্চটি ভৈরবের উদ্দেশ্যে যাত্রা শুরু করে।
এ সময় লঞ্চের সিঁড়িতে থাকা হৃদয় পা পিছলে ঘোড়াউত্রা নদীতে পড়ে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পরও গত চারদিনে তার কোনো সন্ধান মিলেনি। এ পরিস্থিতিতে সোমবার (৪ জানুয়ারি) বিকেলে ইটনা থানা পুলিশকে খবর দেয় এলকাবাসী। পরে থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে জেলেদের নৌকা নিয়ে উদ্ধার তৎপরতা শুরু করে। সন্ধ্যার দিকে ঘটনাস্থলের ৫০ গজের মধ্যে নিজাম নামের এক জেলে জালে হৃদয়ের মরদেহ পাওয়া যায়।
ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মুর্শেদ জামান বিপিএম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ব্যাপারে পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।
এসপি