সাংস্কৃতিক ১০০ কর্মী পেলেন অনুদানের চেক

জয়পুরহাটে মহামারি করোনভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া শিল্পী ও সাংস্কৃতিক কর্মীদের মাঝে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের অনুদানের চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৫ মে) দুপুরে এসব চেক বিতরণ করা হয়।
জানা যায়, উপজেলা পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিভাবে ১০০ জনের মাঝে ৫ হাজার টাকার করে মোট ৫ লাখ টাকার চেক প্রদান করেন জেলা প্রশাসক মো. শরীফুল ইসলাম।
এ সময় পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট, উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম সোলায়মান আলী, উপজেলা নির্বাহী অফিসার আরাফাত হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডল, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আমজাদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
চম্পক কুমার/এমএসআর