পিকআপ চাপায় বৃদ্ধার মৃত্যু : সড়ক অবরোধ

রংপুরের পীরগাছা সড়কের বকশীরপুল এলাকায় একটি বেপরোয়া পিকআপ ভ্যানের ধাক্কায় আনোয়ারা বেগম (৬০) নামে এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে।
দুর্ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এ সময় প্রায় চার ঘণ্টা সড়কে যান চলাচল বিঘ্নিত হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বুধবার (২২ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে উপজেলার রংপুর-সুন্দরগঞ্জ সড়কের এ দুর্ঘটনা ঘটে।
নিহত আনোয়ারা বেগম রংপুর মহানগরীর ৩৩ নম্বর ওয়ার্ডের তালুক বকশী এলাকার মনসুর আহমেদের স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, পীরগাছা থেকে রংপুরগামী একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে আনোয়ারা বেগমকে ধাক্কা দেয়। এতে প্রায় ১০ ফুট দূরে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তিনি তার স্বামীর সঙ্গে রাস্তা পারাপার হচ্ছিল।
নিহত আনোয়ারা বেগমের নাতি মোবারক কাবীর বলেন, তার নানি শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে চিকিৎসা শেষে মাহিগঞ্জ থেকে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যেই এই দুর্ঘটনা ঘটে। এর আগে একই পরিবারের আরও দুই সদস্য সড়ক ঘটনায় মারা গেছেন বলে জানান তিনি।
এদিকে পিকআপ ভ্যানটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবার থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে মাহিগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত শাহ্ সুলতান হুমায়ূন কবির।
ফরহাদুজ্জামান ফারুক/এএমকে