নারায়ণগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে স্ত্রীকে হত্যার ঘটনায় নুরুল আমিন সবুজ (৫৪) নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ২ মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
সোমবার (২৭ জানুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আবু শামীম আজাদ আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত নুরুল আমিন সবুজ সিদ্ধিরগঞ্জের নিমাইকাশারী এলাকার মৃত রুস্তম আলী ছেলে। ভুক্তভোগী বিবি ফাতেমা (৪৫) নোয়াখালী সদর উপজেলার শ্রীপুর এলাকার সফিউল্লার মেয়ে।
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশ পরিদর্শক কাইয়ুম খান রায়ের সত্যতা নিশ্চিত করেছেন।
আরও পড়ুন
আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আবুল কালাম আজাদ জাকির বলেন, ২০২১ সালের ১৪ মে সিদ্ধিরগঞ্জের নিমাইকাশারী এলাকায় পারিবারিক কলজের জেরে নুরুল আমিন সবুজ তার স্ত্রী ফাতেমাকে জবাই করে হত্যা করেন। এই ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করা হয়। এ হত্যাকাণ্ডে আসামি নিজে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন। একই সঙ্গে ১৪ জন সাক্ষীর সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আদালত এ রায় ঘোষণা করেছেন।
মেহেদী হাসান সৈকত/এমএন