বিভেদ ভুলে দলের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে

মাগুরা-২ আসনের সাবেক সংসদ সদস্য, বিএনপি নেতা কাজী সালিমুল হক কামাল বলেছেন, দলের মধ্যে গ্রুপিং রাখা যাবে না। ধানের শীষের স্বার্থে, দলের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। নিজেদের মধ্যে মতের অমিল থাকতে পারে তবে তা বৃহত্তর স্বার্থে এক হতে হবে।
তিনি বলেন, যুবকরা হাল ধরলে দেশ এগিয়ে যাবেই। তাদের ভুল করলে চলবে না। আগামীর নেতৃত্বে যুবকদের আসতে হবে।
সোমবার (২৭ জানুয়ারি) মাগুরার আড়পাড়া ডিগ্রি কলেজ মাঠে শালিখা উপজেলা বিএনপির আয়োজনে বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে মুক্তির গণ সংবর্ধনা ও ঐক্যের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে কাজী কামাল এসব কথা বলেন।
তিনি আরও বলেন, দ্রুতই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। কঠোর ও কঠিন চ্যালেঞ্জমুখী নির্বাচনে বিএনপির জয়ী হতে হলে এবং রাষ্ট্র মেরামতে ৩১ দফা বাস্তবায়নের বিকল্প নেই। সবাইকে ৩১ দফা বাস্তবায়নে দলীয় কোন্দল ভুলে বিএনপির ভোটার বাড়াতে সবাইকে ঐক্যের মধ্যে থাকতে হবে।
আরও পড়ুন
মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক আলী আহমেদের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন। বিশেষ অতিথি ছিলেন মাগুরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আকতার হোসেন, আহসান হাবিব কিশোর, ফারুকুজ্জামান ফারুক, খাঁন হাসান ইমাম সুজা, অ্যাডভোকেট রোকনুজ্জামান খাঁন, আলমগীর হোসেন, আমিনুর রহমান খান পিকুল।
এছাড়া উপস্থিত ছিলেন বিএনপির শালিখা উপজেলা শাখার সাবেক সভাপতি মোজাফফর হোসেন টুকু, সাবেক আহ্বায়ক আনিসুর রহমান মিল্টন, সাবেক যুগ্ম আহ্বায়ক শহিদুজ্জামান শহিদ প্রমুখ।
তাছিন জামান/এমএ