কার্যকর সংস্কার সম্পন্ন করতে হবে : ইউনুছ আহমাদ

ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, জুলাই বিপ্লবের পরে দেশে আর কোনো কালো অধ্যায় তৈরি যাতে না হয় সেজন্য কার্যকর সংস্কার সম্পন্ন করতে হবে। জুলাই বিপ্লব পরবর্তী দেশের মানুষ দলীয় পরিচয়ে নয়, বরং সব সরকারি ও বেসরকারি অফিস, আদালত, হসপিটালে নাগরিক হিসেবে ন্যায্য অধিকার নিয়ে বাঁচতে চায়।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বেলা ১১টার দিকে রাজবাড়ী পৌরসভা অডিটোরিয়ামে জেলা শুরা অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাওলানা ইউনুছ আহমাদ বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন- দেশে ছিনতাই চাঁদাবাজিসহ অপরাধ হচ্ছে, অপরাধীরা গ্রেপ্তার হচ্ছে, আবার বের হয়ে এসে অপরাধে জড়িত হচ্ছে। পুলিশের কাজ এখনো গতিহীন, তারা উদ্যম হারিয়েছে এমন সংবাদে জনমনে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। মানুষ নিজেদের নিরাপত্তা নিয়ে চিন্তিত।
ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজবাড়ী জেলা শাখার সভাপতি মুফতি শামসুল হুদার সভাপতিত্বে ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসেন জাফরী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মো. আরিফুল ইসলাম বক্তব্য দেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজবাড়ী জেলা শাখার সাধারণ সম্পাদক মুহাম্মাদ জাহিদুল ইসলামের সঞ্চালনায় অধিবেশনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় শুরা সদস্য মুহা. আব্দুর রহিম আল মাহমুদ সুমন, ইসলামী আন্দোলনের জেলা সহ-সভাপতি মুফতি গোলাম কবির মাসুম, মাওলানা আশরাফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হাফেজ মুহাম্মাদ সাব্বির হুসাইন, ইসলামী ছাত্র আন্দোলনের জেলা সভাপতি মুহা. আবু রায়হান গিফারী, সাধারণ সম্পাদক মুহা. আব্দুল আলিম, ইসলামী যুব আন্দোলনের সভাপতি মাওলানা রফিকুল ইসলাম মিলন, ইসলামী শ্রমিক আন্দোলনের সভাপতি মাওলানা মুস্তাফিজুর রহমান সেলিমসহ ইসলামী আন্দোলন বাংলাদেশ ও সহযোগী সংগঠনগুলোর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অধিবেশন শেষে পরে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব রাজবাড়ী জেলা শাখার (২০২৫-২০২৬) সেশনের নতুন কমিটি ঘোষণা করেন। নতুন কমিটিতে সভাপতি হিসেবে মুফতি শামছুল হুদা, সহ-সভাপতি হিসেবে মুফতি গোলাম কবির মাসুম, সেক্রেটারি আরিফুল ইসলাম ও জয়েন্ট সেক্রেটারি হিসেবে হাফেজ সাব্বির হোসাইনের নাম ঘোষণা করেন।
মীর সামসুজ্জামান সৌরভ/আরএআর