খুলনায় একুশে বইমেলা শুরু আজ, থাকছে জুলাই-আগস্ট মঞ্চ

খুলনায় মাসব্যাপী একুশে বইমেলা শুরু হচ্ছে আজ শনিবার (১ ফেব্রুয়ারি)। ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এই স্লোগান নিয়ে শুরু হওয়া বইমেলা চলবে ফেব্রুয়ারি মাসজুড়ে। বইমেলা প্রতিদিন সকাল থেকে রাত ৯টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। মেলামঞ্চে থাকবে নানা আয়োজন।
জেলা প্রশাসনের উদ্যোগে খুলনা বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার প্রাঙ্গণে এই মেলার আয়োজন করা হয়েছে। এবারের বইমেলায় রয়েছে ১০০টি স্টল। ইতোমধ্যে সবগুলো স্টলই বরাদ্দ সম্পন্ন হয়েছে। মেলাকে ঘিরে সিসি ক্যামেরাসহ কঠোর নিরাপত্তা থাকছে।
শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টায় প্রধান অতিথি হিসেবে একুশে বই মেলার উদ্বোধন করবেন বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকার। এতে বিশেষ অতিথি থাকবেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. জুলফিকার আলী হায়দার, সরকারি বিএল কলেজের অধ্যক্ষ প্রফেসর সেখ মো. হুমায়ুন কবীর ও সভাপতিত্ব করবেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম।
স্বাগত বক্তৃতা রাখবেন একুশে বইমেলা আয়োজক কমিটির সদস্য সচিব ও খুলনা বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারের উপপরিচালক মোহাম্মদ হামিদুর রহমান।
একুশে বইমেলা আয়োজক কমিটির সদস্য সচিব ও খুলনা বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারের উপপরিচালক মোহাম্মদ হামিদুর রহমান বলেন, একুশে বইমেলায় খুলনা, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহীসহ বিভিন্ন জেলা থেকে বিভিন্ন প্রকাশনী ও বই বিক্রেতাদের স্টল থাকছে। এবারের মেলায় সর্বমোট ১০০টি স্টল থাকবে। এর মধ্যে ৮৫টি স্টলে শুধু বই থাকবে। বাকী ১৫টি স্টল ক্ষুদ্র ও কুটির শিল্প এবং খাবারের দোকান বরাদ্দ দেওয়া হয়েছে। থাকছে কবি-সাহিত্যিকদের আড্ডাস্থল লেখককুঞ্জ। সাংবাদিকদের জন্য মিডিয়া স্টল থাকছে। এরই মধ্যে সবগুলো স্টল বরাদ্দ হয়েছে। আরও চাহিদা রয়েছে।
তিনি বলেন, এবারের আকর্ষণ থাকছে জুলাই-আগস্ট মঞ্চ। সেই সঙ্গে প্রতিবারের ন্যায় এবারও থাকছে অনুষ্ঠানের জন্য মূলমঞ্চ। যেখানে মাসব্যাপী নানা আয়োজন রয়েছে। এবার মোটরসাইকেল ব্যবহারকারীদের জন্য ফ্রি ইন্টারনেট ব্যবস্থা রাখা হয়েছে।
শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে এবারের একুশে বই মেলা সম্পন্ন হবে বলে তিনি আশাবাদী।
মোহাম্মদ মিলন/এমজে