শেখ হাসিনা আমার সঙ্গে ছিলেন : কাদের মির্জা

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই এবং নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা বলেছেন, জননেত্রী শেখ হাসিনা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে ছিলেন। যার কারণে অপরাজনীতি ও অনিয়মের বিরুদ্ধে কথা বলার সুযোগ পেয়েছি। তিনি আমাকে ধমক-ধামকও দিয়েছেন। তিনি আমার অভিভাবক। তাই তিনি আমার ওপর রাগ-অভিমানও করতে পারেন।
বুধবার (২৬ মে) বিকেল ৪টায় চরহাজারী ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত ঈদ পরবর্তী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আবদুল কাদের মির্জা বলেন, যেদিন আমাদের নেতা ওবায়দুল কাদের সাহেবের সঙ্গে দেখা করেছি, সেদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে অভিনন্দন পাঠিয়েছেন। আমার প্রতি উনার দরদ ও আন্তরিকতার বহিঃপ্রকাশ ছিল অভিনন্দন বার্তা পাঠানো। নেত্রী আমাদের সাথে আছেন।

কাদের মির্জা আরও বলেন, ওবায়দুল কাদের সাহেবের সঙ্গে মাঝে একটু ভুল বুঝাবুঝি হয়েছে। সেদিন উনার সাথে সাক্ষাতের মাধ্যমে সকল ভুল বুঝাবুঝির অবসান ঘটেছে। উনি আমাকে স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন দলের মূল স্রোতের সঙ্গে সবাইকে কাজ করার জন্য।
প্রসঙ্গত, আবদুল কাদের মির্জা গত ডিসেম্বরে বসুরহাট পৌরসভায় দ্বিতীয় মেয়াদে মেয়র নির্বাচিত হন। নির্বাচনের আগে বিভিন্ন ইস্যুতে কথা বলে আলোচনায় আসেন তিনি।
হাসিব আল আমিন/এইচকে