টেকনাফে ছাত্র আন্দোলনে হামলা, ইউপি চেয়ারম্যান খোকন গ্রেপ্তার

কক্সবাজার টেকনাফে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন খোকনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শামলাপুরের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়াস উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা একটি মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন আমজাদ হোসেন খোকন। এ মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
আরও পড়ুন
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মোহাম্মদ নূর বলেন, বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন খোকন সাবেক এমপি বদির ঘনিষ্ঠ লোক ছিলেন। এতদিন তিনি আইনশৃঙ্খলা বাহিনীর সামনে ঘুরাঘুরি করলেও আটক করেনি। আমরা এটি নিয়ে প্রতিবাদ করলে আজ তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এতে আমরা সন্তুষ্ট।
সাইদুল ইসলাম ফরহাদ/এমএন