মাগুরায় শেখ মুজিবের ম্যুরাল ভাঙচুর

মাগুরা স্টেডিয়াম গেটে শেখ মুজিবুর রহমান ও মাগুরার সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট আছাদুজ্জামানের ম্যুরাল ভাঙচুর করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষর্থীরা। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে এ ভাঙচুরের ঘটনা ঘটে।
এর আগে দুপুর ১২টার দিকে মাগুরা হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ চত্বর থেকে শিক্ষার্থীরা হাতুড়ি, হামার, জাতীয় পতাকা হাতে নিয়ে স্টেডিয়ামের দিকে রওনা দেন। সেখানে গিয়ে শিক্ষার্থীরা শেখ মুজিবুর রহমান ও মাগুরার সাবেক সংসদ সদস্য সাইফুজ্জামান শিখরের বাবা সাবেক সংসদ সদস্য আছাদুজ্জামানের ম্যুরাল ভাঙচুর করে। এ সময় তারা জয় বাংলা জিতবে আবার নৌকাসহ নানা গানের তালে তালে ভাঙচুর কার্যক্রম চালান। ভাঙচুর কার্যক্রম শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার নেতৃবৃন্দ সন্ধ্যা ৭টায় শহরে বিক্ষোভ ও মশাল মিছিলের ডাক দেন।
এ বিষয়ে মাগুরা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী জানান, এ ধরনের কোনো সংবাদ আমাদের কাছে নেই। আমাদের দৃষ্টিতে মাগুরার পরিস্থিতি স্বাভাবিক আছে।
আরএআর