ফেনীতে সাবেক এমপি আলাউদ্দিন নাসিমের বাড়িতে ভাঙচুর-অগ্নিসংযোগ

ফেনী-১ আসনের সাবেক সংসদ সদস্য ও শেখ হাসিনার সাবেক প্রটোকল অফিসার আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে ছাত্র-জনতা। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে শহরের বারাহীপুর এলাকায় এ ঘটনা ঘটে।
এর আগে সন্ধ্যা ৭টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিসহ বিপুল সংখ্যক মানুষজন শহরের শহীদ মিনারে জড়ো হন। পরে জেলা প্রশাসক কার্যালয় ও সালাউদ্দিন মোড় হয়ে একটি মিছিল নিয়ে তারা নাসিমের বাড়ির দিকে রওনা দেন।
সাজ্জাদ হোসেন নামে এক শিক্ষার্থী বলেন, ফ্যাসিস্ট পালিয়ে গেলেও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র থেমে নেই। ছাত্র-জনতা বেঁচে থাকতে এ দেশে আর ফ্যাসিবাদের উত্থান হতে দেবে না। আগামীতে এসব দেখে যেন নতুন কোনো ফ্যাসিবাদী গোষ্ঠীর উত্থান না হয় সেজন্য এমন কর্মসূচি।
জামাল নামে আরেক শিক্ষার্থী বলেন, শহরের মাস্টারপাড়ায় ফেনী-১ আসনের সাবেক সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর বাড়িতে আমাদের কর্মসূচি ছিল। কিন্তু তার বাড়ির আশপাশে সনাতন ধর্মের লোকজনের বসবাস। মূলত আমাদের কর্মসূচির সুযোগ নিয়ে সংখ্যালঘুদের ব্যবহার করে যেন অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সেজন্য সেখান থেকে কর্মসূচি সরিয়ে নিয়ে আসা হয়েছে।
এদিন বিক্ষুব্ধ ছাত্র-জনতা ফেনী স্টেশন রোডস্থ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ইটপাটকেল নিক্ষেপ করে ভাঙচুর চালায়। এ সময় বৈষম্যবিরোধী ছাত্রদের সঙ্গে স্থানীয় জনতাও অংশ নেয়।
এ ব্যাপারে ফেনী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্ম সিংহ ত্রিপুরা বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
এর আগেও গত ৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগের খবরে বিক্ষুব্ধ ছাত্র-জনতা আলাউদ্দিন নাসিমের ফেনীর বাসভবন ও স্টেশন রোডস্থ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।
তারেক চৌধুরী/আরএআর