দেশে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি হলে গণতন্ত্রের পথে বাধা আসতে পারে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, দেশের বর্তমান পরিস্থিতিতে দেশবাসীর প্রতি আহ্বান আপনারা উসকানিমূলক কোনো কর্মসূচিতে অংশগ্রহণ করবেন না। দেশে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি হলে ভবিষ্যতে গণতন্ত্রের পথে বাধা আসতে পারে।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে বেসরকারি একটি বিমানে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
সালাউদ্দিন আহমেদ আরও বলেন, অন্তর্বতীকালীন সরকারকে অনুরোধ করব, আপনারা শক্ত হাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখুন। এই ফাঁকে যাতে পতিত ফ্যাসিবাদের দোসররা দেশে-বিদেশে ষড়যন্ত্র করার সুযোগ না পায়।
এ সময় বিএনপির কেন্দ্রীয় নেতা লুৎফর রহমান কাজল, জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরীসহ অন্যান্য নেতারা সালাউদ্দিন আহমেদকে বিমানবন্দরে স্বাগত জানান। এছাড়াও তাকে স্বাগত জানাতে বিমানবন্দরে হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
সাইদুল ইসলাম ফরহাদ/আরএআর