গাজীপুরে মোজাম্মেল হকের বাড়িতে ভাঙচুর, হামলায় আহত ১৫

গাজীপুর মহানগরের ধীরাশ্রমে ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেলের বাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় মোজাম্মেলের সমর্থকরা কয়েকজনের ওপর হামলা চালায়। এতে অন্তত ১৫ জন গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয়রা। এ ঘটনায় নিহতের খবর ছড়িয়ে পড়লেও বিষয়টি কেউ নিশ্চিত করেননি।
স্থানীয় সূত্রে জানা যায় , রাতে আ ক ম মোজাম্মেলের ধীরাশ্রমের পৈতৃক বাড়ির আশপাশে কিছু লোকজন অবস্থান নেয়। এরপর হঠাৎ তারা বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করতে থাকে। এ সময় মসজিদে মাইকে ডাকাত পড়েছে বলে ঘোষণা দিয়ে মোজাম্মেলের সমর্থকরা সেখানে হামলা চালায়। এতে বেশ কয়েকজন গুরুতর আহত হন। তাদের চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।
এ ব্যাপারে গাজীপুর মহানগর পুলিশের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, ছাত্র–জনতার পরিচয়ে সাবেক মন্ত্রীর বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এ সময় স্থানীয় লোকজন তাদের আটক করে মারধর করেছে। এতে ১২-১৩ জন আহত হয়েছেন বলে আমরা জানতে পেরেছি।
শিহাব খান/এমটিআই