ভোলায় তোফায়েল আহমেদের ভাগিনার বাড়িতে আগুন

ভোলার বোরহানউদ্দিন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং বোরহানউদ্দিন পৌরসভার সাবেক মেয়র মো. রফিকুল ইসলামের বাড়িতে ভাঙচুর চালিয়ে আগুন দেওয়া হয়েছে।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাত ৮টার পরে বোরহানউদ্দিন পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে অবস্থিত রফিকুল ইসলামের দোতলা বাড়িতে আগুন দেয় বিক্ষুব্ধ ছাত্র-জনতা।
মো. রফিকুল ইসলাম আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ভোলা-১ আসনের সাবেক সংসদ সদস্য তোফায়েল আহমেদের ভাগিনা।
স্থানীয় সSত্রে জানা গেছে, শুক্রবার রাত সাড়ে ৭টা থেকে আওয়ামী লীগ নেতা ও সাবেক পৌরসভার মেয়র মো. রফিকুলের ইসলামের বাড়ির সামনে জড়ো হতে থাকে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। একপর্যায়ে তারা প্রথমে বাড়িটিতে ভাঙচুর শুরু করেন, ভাঙচুরের একপর্যায়ে তারা বাড়িটিতে আগুন ধরিয়ে দেন।
উল্লেখ্য, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে স্ব-পরিবারে আত্মগোপনে চলে যান মো. রফিকুল ইসলাম। তখন থেকেই বাড়িটি পরিত্যক্ত অবস্থায় ছিল। এর আগে, গত ৬ ফেব্রুয়ারি রাত পৌনে ১টার দিকে বিক্ষুব্ধ ছাত্র-জনতা ভাঙচুর চালিয়ে আগুন দেয় তার মামা তোফায়েল আহমেদের ভোলা সদরের 'প্রিয় কুটির' নামের বাড়িতে।
মো. খাইরুল ইসলাম/এএমকে