ট্রাক্টরের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার পুরাতন বাস্তপুরে ট্রাক্টরের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।
শনিবার (৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে পুরাতন বাস্তপুর কামারের দোকানের সামনে এ দূর্ঘটনা ঘটে।
প্রাথমিকভাবে নিহত দুজনের নাম সুইট (২৫) ও নাহিদ (১৬) বলে জানা গেছে।
দামুড়হুদা মডেল থানা পুলিশের পরিদর্শক (ওসি) হুমায়ুন কবির ঢাকা পোস্টকে বলেন, ট্রাক্টরের সঙ্গে সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।
আফজালুল হক/এমটিআই