কুমিল্লায় সোনার দোকানে ডাকাতি, মোবাইল ব্যবসায়ী গুলিবিদ্ধ

কুমিল্লার চৌদ্দগ্রামে সোনার দোকানে ডাকাতদের গুলিতে এক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় কাওসার আহমেদ (৩৫) নামের এক ডাকাত সদস্যকে আটক করেছে পুলিশ। শনিবার (৮ ফেব্রুয়ারি) রাতে চৌদ্দগ্রাম উপজেলার মিয়ারবাজারে মসজিদ মার্কেটের প্রীতি জুয়েলার্স নামক ব্যবসা প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে।
রোববার (৯ ফেব্রুয়ারি) প্রীতি জুয়েলার্সের মালিক বাদী হয়ে চৌদ্দগ্রাম থানায় ডাকাতির মামলা দায়ের করেছেন। আটক ডাকাত সদস্য কাওসার আহমেদ (৩৫) রাজধানী ঢাকার উত্তর খান থানার চান পাড়া এলাকার আবুল বাশারের ছেলে।
স্থানীয়রা জানান, শনিবার রাতে দুটি মাইক্রোবাসে করে বেশ কয়েকজনের ডাকাতদল চৌদ্দগ্রামের মিয়ার বাজারে হানা দেয়। এসময় মসজিদ মার্কেটের প্রীতি জুয়েলার্সের মালিক রবীন্দ্র চন্দ্রকে অস্ত্রের মুখে জিম্মি করে ২৫ ভরি সোনা নিয়ে যায়। যার বাজার মূল্য ৩৭ লাখ টাকার ওপর। এসময় স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা এগিয়ে আসতে চাইলে ডাকাতদল ককটেল বিস্ফোরণ ও এলোপাতাড়ি গুলি ছুড়ে। এতে ওই মার্কেটের মোবাইল এক্সেসরিজ ব্যবসায়ী মোশাররফ হোসেন গুলিবিদ্ধ হন। তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
অপরদিকে, গুলি করে পালানোর সময় স্থানীয়রা ডাকাতদের পেছন থেকে ধাওয়া দিলে ডাকাতদলের সদস্য কাউসার আহমেদকে আটক করে জনতা। পরে পুলিশ ঘটনাস্থলে এলে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
চৌদ্দগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ বলেন, ঘটনার সময় কাওসার আহমেদকে স্থানীয় জনতা ধাওয়া দিয়ে আটক করে। থানায় মামলা হওয়ার পর তাকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। ঘটনার পর আমরা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি। ডাকাত দল দুটি গাড়ি নিয়ে এসেছিল। এর মধ্যে পালানোর সময় একটি গাড়ি বিকল হয়ে যাওয়ায় সেটি ফেলে পালিয়ে যায় ডাকাতরা। অন্য ডাকাত সদস্যদের আটক এবং লুট হওয়া সোনা উদ্ধারের চেষ্টা করছি।
আরিফ আজগর/এমএএস